Entertainment News

প্রিয়মের কোলের এই শিশুটিকে চেনেন?

এই খুদে কে? রহস্যের সমাধান করলেন প্রিয়ম স্বয়ং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০১৮ ১৯:২১
Share:

প্রিয়ম নিজেই এই ছবিটি শেয়ার করেছেন।— ফেসবুকের সৌজন্যে।

কপালে চন্দনের ফোঁটা। হাই তুলছে খুদে। আর তাকে নিয়ে সেলফি তুলতে ব্যস্ত অভিনেত্রী।

Advertisement

আপনি এই অভিনেত্রীকে নিশ্চয়ই চেনেন। ঠিকই ধরেছেন। ইনি প্রিয়ম চক্রবর্তী। প্রিয়মের এই লুকটার সঙ্গেও আপনাদের পরিচয় হয়েছে। জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’-তে প্রসন্নময়ীর চরিত্রে অভিনয় করছেন প্রিয়ম। আর এই লুক সেই চরিত্রেরই।

কিন্তু কোলের এই খুদে কে? রহস্যের সমাধান করলেন প্রিয়ম স্বয়ং। এই খুদেকেই আপনি শিশু গদাধরের ভূমিকায় পর্দায় দেখছেন। প্রিয়মের কথায়, ‘‘ওর নাম সমৃদ্ধি ধর। সাত মাস বয়স। মা, ঠাকুমার সঙ্গে এসে শুটিং করছে। একটুও কাঁদেনি কিন্তু। সকালবেলা দিব্যি কোলে চলে এল। এদিকে তাকাও, ওদিকে তাকাও— এ সব বললেই কিন্তু ক্যামেরা লুক দিচ্ছে ও।’’

Advertisement

আরও পড়ুন, ‘বন্ধন’-এর সেই শিশু অভিনেতা এখন কী করছেন জানেন?

প্রিয়ম আগেই জানিয়েছিলেন, রামকৃষ্ণদেবের প্রসন্ন দিদির চরিত্রে তিনি অভিনয় করছেন। ছোট থেকেই এই দিদি রামকৃষ্ণদেবকে রামায়ণ, ঠাকুরের গল্প পড়ে শোনাতেন। ওঁর কাছেই বেশ কিছু আধ্যাত্মিক চিন্তার সন্ধান পেয়েছিলেন ঠাকুর। ফলে ওঁর জীবনে প্রসন্ন দিদির ভূমিকা অনেকটাই।


প্রিয়মের ফেসবুক পোস্ট।— ফেসবুকের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement