দেখুন তো, চিনতে পারেন এই মেয়েকে?

আজ রবিবার ১ মে। মে দিবস। একটা নিখাদ ছুটির দিন। না! রবিবার বলে ছুটি মার গেল কেন, সে দুঃখ শেয়ার করতে বসিনি। আবার মে দিবসের ইতিহাসও নতুন করে শোনাব না। বরং এক অন্য মেয়ের গল্প বলব।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০১৬ ১১:৩৫
Share:

মীর। ছবি: ফেসবুকের সৌজন্যে।

আজ রবিবার ১ মে। মে দিবস। একটা নিখাদ ছুটির দিন।

Advertisement

না! রবিবার বলে ছুটি মার গেল কেন, সে দুঃখ শেয়ার করতে বসিনি। আবার মে দিবসের ইতিহাসও নতুন করে শোনাব না। বরং এক অন্য মেয়ের গল্প বলব।

ছবিটা দেখুন তো। চিনতে পারেন এই মেয়েকে?

Advertisement

হালকা রঙের শাড়ির সঙ্গে কনট্রাস্ট গোলাপি ব্লাউড। সঙ্গে রিমলেস চশমার মানানসই সাজ। কে ইনি?

ইনি মীর। অভিনেতা, আরজে, অ্যাঙ্কর— বিভিন্ন পরিচয় আছে তাঁর। প্রতি মুহূর্তেই হাসির রসদ খুঁজে নেওয়া মানুষটি নিজের এই ছবিটি আজ পোস্ট করেছেন ফেসবুকে। সঙ্গে ক্যাপশন, ‘আজ ফার্স্ট ‘মে’। লং লিভ ‘মেয়ে’ ডে!!!’

আরও পড়ুন, ছবি দেখে বলুন তো মিমি কী বলছেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement