Mishmee Das

মুম্বইয়ে গিয়ে মনের মানুষের হদিশ পেলেন মিশমি দাস! রইল অভিনেত্রীর প্রেমিকের পরিচয়

নিজের জীবন নিয়ে কোনও দিনই লুকোছাপা করেননি অভিনেত্রী। প্রেমে পড়েছেন মিশমি দাস। মনের মানুষের কথা জানিয়ে দিলেন নিজেই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৬:৪১
Share:

কার প্রেমে পড়লেন মিশমি? ছবি: সংগৃহীত।

লুকোছাপা তাঁর বিন্দুমাত্র পছন্দ নয়। অনেক বার সহ-অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী মিশমি দাসের। কয়েক মাস আগের ঘটনা। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে অভিনয়ের সময় রণজয় বিষ্ণুর সঙ্গে নাম জড়ায় অভিনেত্রীর। সে সময় খুব বিরক্ত হয়েছিলেন তিনি। প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি এমন কোনও সম্পর্কে নেই। ডিসেম্বরে সৌরভ দাস ও দর্শনা বণিকের বিয়েতে একসঙ্গে উপস্থিত হওয়ার পর থেকেই এই জল্পনা আরও ঘনীভূত হয়। সব গুঞ্জন নস্যাৎ করে দিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, জীবনে যদি নতুন মানুষ আসে, তা হলে তিনি নিশ্চয়ই জানাবেন। যেমন কথা দিয়েছিলেন সেটাই করলেন মিশমি। ইনস্টাগ্রামের পাতায় সবাইকে জানিয়ে দিলেন তাঁর মনের মানুষের কথা। সদ্য মুম্বই গিয়েছেন অভিনেত্রী। আপাতত সেখানেই কাজ করার ইচ্ছা তাঁর।

Advertisement

মুম্বইয়েই কি মনের মানুষের হদিশ পেলেন মিশমি! বিশেষ বন্ধুর সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। প্রেমিকের নাম সুজন সেনগুপ্ত। কলকাতার ছেলে। কর্মসূত্রে তিনিও মুম্বই নিবাসী। আনন্দবাজার ডট কমকে মিশমি বললেন, “সঠিক মানুষ জীবনে এলে সবাইকে জানাব , কথা দিয়েছিলাম। এখানে আড়াল করার কিছু নেই। সুজনের সঙ্গে আলাপ হয়েছে মুম্বইয়েই। কিন্তু ওকে আমি চিনি অনেক দিন ধরে। পরিচয় ছিল না। আমার এক বন্ধুর বন্ধু। মুম্বই এসে আলাপ হল ওর সঙ্গে। সেখান থেকেই শুরু সব কিছু।”

মনের মানুষের সঙ্গে মিশমি। ছবি: ইনস্টাগ্রাম।

সুজন অভিনেতা নন, গানের জগতের মানুষ। তবে ছবির জন্য গান তৈরি করেন এমন নয়। অভিনেত্রী বললেন, “খুব বেশি কিছু বলতে চাই না। তবে আমরা ভাল আছি।” আপাতত আরবসাগর পারেই পাকাপাকি থাকার পরিকল্পনা রয়েছে তাঁর। আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী জানিয়েছিলেন, লীনা গঙ্গোপাধ্যায়ের হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এ নতুন প্রজন্মের গল্প শুরু হচ্ছে। সেখানেই তাঁকে নায়কের বোনের চরিত্রে দেখা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement