Medina Adnan Sami

এই শিশু এখন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়, আপনি চেনেন তো?

মাত্র কয়েক মাস আগে মেদিনার জন্ম দিয়েছেন আদনানের স্ত্রী রোয়া ফারাবি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৭ ১৮:০২
Share:

গেস করুন তো, শিশুটি কে? ছবি: টুইটারের সৌজন্যে।

শিশুটিকে চিনতে পারছেন? সাদা-লাল জামায় সেজে পোজ দিয়েছে ক্যামেরায়। ঠিক যেন ফটোশুট করছে। এই শিশুটিই এখন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। কে বলুন তো?

Advertisement

আরও পড়ুন, বিয়ে করছেন পূজা, পাত্র কে জানেন?

শিশুটির নাম মেদিনা। গায়ক আদনান স্বামীর কন্যা। দু’দিন আগে আদনান নিজেই মেয়ের ছবিটি শেয়ার করেছেন টুইটারে। তারপর থেকেই তা ভাইরাল। আদনান লিখেছেন ‘আমার বেঁচে থাকার হাসার কারণ। আল্লার কাছে আমি কৃতজ্ঞ…।’ & 🙏🙏 😘😘💖💖

Advertisement

শিশুটির নাম মেদিনা। গায়ক আদনান স্বামীর কন্যা। দু’দিন আগে আদনান নিজেই মেয়ের ছবিটি শেয়ার করেছেন টুইটারে। তারপর থেকেই তা ভাইরাল। আদনান লিখেছেন ‘আমার বেঁচে থাকার হাসার কারণ। আল্লার কাছে আমি কৃতজ্ঞ…।’

মাত্র কয়েক মাস আগে মেদিনার জন্ম দিয়েছেন আদনানের স্ত্রী রোয়া ফারাবি। আদনানের বেশিরভাগ সময় এখন কাটে মেয়েকে নিয়েই। গান গাওয়ার পাশাপাশি এ বার অভিনয়েও মন দিয়েছেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ডেবিউ ছবি ‘আফগান’এর প্রথম পোস্টার। শুটিং চলছে জোরকদমে। আপাতত এই পাক গায়ককে অভিনেতা হিসেবে পরখ করার অপেক্ষা। ! '

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement