Entertainment news

‘রং দে বসন্তী’র সু এখন কি করছে জানেন?

অনেকেই হয়ত জানেন না, ‘রং দে বসন্তী’র সেই ‘সু’ আসলে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কুইন্স কলেজের ছাত্রী অ্যালিস প্যাটেন। রাকেশ ওমপ্রকাশ মেহরার হাত ধরেই বলিউডে এন্ট্রি এই ব্রিটিশ অভিনেতার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ১০:৪২
Share:

‘রং দে বসন্তী’তে আমির খানের সঙ্গে অ্যালিস।

বছর ১১ আগে তাঁকে দেখা গিয়েছিল আমির খানের সঙ্গে। আমিরের সঙ্গে তখন চুটিয়ে রোম্যান্স করছেন তিনি। তার পর? তার পর হঠাৎই যেন গায়েব হয়ে গেলেন ‘গুলাবো’। তেমন ভাবে দেখাই গেল না তাঁকে। এত মাখো মাখো রোম্যান্সের পর অনেকেই ভেবেছিলেন, ‘গুলাবো’র সঙ্গে ফের দেখা যাবে আমিরকে। কিন্তু, তা আর হয়নি। না! আমিরের কোনও পুরনো গার্লফ্রেন্ডের গল্প শোনাচ্ছি না। বরং রিল লাইফে আমিরের ‘গুলাবো’র কথাই জানাচ্ছি। এখনও ‘গুলাবো’র কথা মনে পড়ছে না। আচ্ছা, ‘সু’কে মনে পড়ছে? তা-ও নয়! আপনি ‘রং দে বসন্তী’ দেখেছেন নিশ্চয়ই! এ বার মনে পড়ল? ২০০৬-এর সেই ফিল্মে ‘গুলাবো’র বেশ তারিফ করেছিল বলিউড। সেই ‘সু’ এখন কী করছেন জানেন?

Advertisement

আরও পড়ুন: বিয়ে করছেন পূজা, পাত্র কে জানেন?

অনেকেই হয়ত জানেন না, ‘রং দে বসন্তী’র সেই ‘সু’ আসলে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কুইন্স কলেজের ছাত্রী অ্যালিস প্যাটেন। রাকেশ ওমপ্রকাশ মেহরার হাত ধরেই বলিউডে এন্ট্রি এই ব্রিটিশ অভিনেতার। ‘সু ম্যাককিনলে’-র ভূমিকায় আমিরের পাশাপাশি পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন তিনি। হবে না-ই বা কেন। পারিবারিক সূত্রে রাজনীতির আবহে বড় হলেও থিয়েটারের নিয়মিত অভিনেতা অ্যালিস। বাবা ক্রিস প্যাটেন ব্রিটিশ কনজারভেটিভ দলের সদস্য। হংকং-এর গভর্নরও ছিলেন তিনি।

Advertisement


‘রং দে বসন্তী’তে আমির খানের সঙ্গে অ্যালিস।

বাবার মতো রাজনীতিতে না ঝুঁকে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন অ্যালিস। বলিউডে পা রাখার আগেই অবশ্য ব্রিটিশ মঞ্চে বেশ নাম কামিয়েছেন তিনি। ওয়েস্ট এন্ড থিয়েটারের পেশাদার হিসেবেও তাঁকে দেখা গিয়েছে। ‘রং দে বসন্তী’র সাফল্যের পর অবশ্য লন্ডনে ফিরে যান অ্যালিস। এর বছর দু’য়েক পর লন্ডন গেট থিয়েটারে তাঁকে ইবসেন-এর কাহিনি নির্ভর নাটকে ‘থিয়া’র ভূমিকায় দেখা গিয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই ছোট পর্দায় নামেন তিনি। বিবিসি-র ফ্যান্টাসি ড্রামা সিরিজ ‘মার্লিন’-এ অ্যালিসের চরিত্র বেশ প্রশংসা কুড়িয়েছিল। সম্প্রতি ‘নি‌উ ট্রিকস’, ‘হিরোস অ্যান্ড ভিলেনস’, ‘মিস্ট্রেসেস’, ‘ডাউনটন অ্যাবি’র মতো বেশ কয়েকটি ব্রিটিশ টেলিভিশন সিরিজে কাজ করেছেন অ্যালিস। কিন্তু, ব্রিটিশ টেলিভিশনে দেখা গেলেও বলিউডি পর্দায় ফের কবে দেখা যাবে অ্যালিসকে? ‘গুলাবো’ অবশ্য এ নিয়ে কোনও কথা বলেননি।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন