‘শাহরুখকে নিয়ে মজা করবেন না’

শাহরুখ-সলমন কি বন্ধু! নাকি একে অপরের প্রতিদ্বন্দ্বী! এ নিয়ে আর কোনও সন্দেহের অবকাশ রাখলেন না সলমন খান। খুব সম্প্রতি ‘সুলতান’-এর ডায়লগ প্রমোশনের একটি অনুষ্ঠানে তাঁকে তাঁর কুস্তি-প্রশিক্ষকের একটি ডায়লগ বলা হয়, “তু ইয়াহা পেহেলওয়ানি করনে আয়া হ্যায় ইয়া রোম্যান্স! আপনে আপকো শাহরুখ খান সামঝে হ্যায়!”

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ১৬:৩১
Share:

শাহরুখ-সলমন কি বন্ধু! নাকি একে অপরের প্রতিদ্বন্দ্বী! এ নিয়ে আর কোনও সন্দেহের অবকাশ রাখলেন না সলমন খান। খুব সম্প্রতি ‘সুলতান’-এর ডায়লগ প্রমোশনের একটি অনুষ্ঠানে তাঁকে তাঁর কুস্তি-প্রশিক্ষকের একটি ডায়লগ বলা হয়, “তু ইয়াহা পেহেলওয়ানি করনে আয়া হ্যায় ইয়া রোম্যান্স! আপনে আপকো শাহরুখ খান সামঝে হ্যায়!”
তিনি হরিয়ানার লোকেদের কথা বলার কায়দায় উত্তর দেন, “শাহরুখ খান কা মজাক না উড়াও। শাহরুখ মন্নে বহুত পসন্দ হ্যায়।”—যার অর্থ, শাহরুখ খানকে নিয়ে ঠাট্টা করবেন না। আমার শাহরুখকে খুব ভাল লাগে। এর সঙ্গে তিনি যোগ করেন, “যব ও লড়কি কে আঁখ মে আঁখ ডালকে দেখে না, তো অন্ধি লড়কি ভি পট যাওয়ে।” অর্থাত্, ও (শাহরুখ) যখন কোনও মেয়ের চোখে চোখ রাখে, তখন অন্ধ মেয়েও তার প্রেমে পড়ে যায়।
অনুষ্ঠানটা তাঁর ছবির প্রচারের জন্য হলেও ‘সুলতান’-এর কায়দায় ডায়লগ বলে সলমন তাঁর ‘বন্ধু’ ‘বলিউডের রোম্যান্সের বাদশা’ শাহরুখ খানেরই প্রশংসা করে গেলেন। এই ঘটনার পর বলিউড দুনিয়ার সুলতান আর বাদশা— এই দু’জন যে খুব ভাল ‘বন্ধু’ তাতে আর কারওর মনে কোনও সন্দেহ আছে কি!

Advertisement

আরও পড়ুন...
দেশের প্রথম রূপান্তরকামীদের ব্যান্ড গান লিখল ‘সুলতান’-এর জন্য

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement