শাহরুখ-আরিয়ানের জন্য বিশেষ বার্তা রজতের। ছবি: সংগৃহীত।
জরজ সাক্সেনা। একসময় ছিলেন তারকা অভিনেতা। সেই খ্যাতি এখন পড়তির মুখে। ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ সিরিজ়ে এমনই এক চরিত্রে দেখা গিয়েছে রজত বেদীকে। তাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে এই চরিত্রের মিল রয়েছে। তবে আরিয়ান খান পরিচালিত সিরিজ়ের মাধ্যমে যে যথাযথ ‘কামব্যাক’ করেছেন রজত, তা বলাই বাহুল্য। ফের চর্চায় তাঁর নাম। নিজে কি এতটা ভেবেছিলেন?
প্রায় দুই দশক পর অভিনয়ে ফিরলেন রজত। ‘কোই মিল গয়া’ বা ‘জানি দুশমন’-এর মতো ছবি তাঁর ঝুলিতে থাকলেও গ্ল্যামারদুনিয়া থেকে একপ্রকার হারিয়েই গিয়েছিলেন তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০০৭ সালে, সলমন খান ও গোবিন্দের সঙ্গে ‘পার্টনার’ ছবিতে। সম্প্রতি সংবাদমাধ্যমকে অভিনেতা বলেন, “খান পরিবারের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আমাকে এই সিরিজ়ের যোগ্য মনে করার জন্য তাঁদের ধন্যবাদ। বিশেষ করে আমার নিজের জীবনের আদলে এই চরিত্রটিকে তৈরি করার জন্য কৃতজ্ঞ। সকলের ভালবাসায় আপ্লুত। সকলে বলছেন, ‘কী দারুণ কামব্যাক! শাহরুখ তোমার পাশে রয়েছেন’।”
শাহরুখের ১৯৯৫ সালের ছবি ‘জ়মানা দিওয়ানা’য় সহকারী পরিচালক হিসাবে কর্মজীবন শুরু করেন রজত। এখন তিনি ‘দ্য ব্যাড্স অফ বলিউ়ড’-এর দ্বিতীয় সিজ়নে জরজ হিসাবেই ফিরতে চান। “আমি জানি দর্শক আমাকে আরও দেখতে চান। দ্বিতীয় সিজ়নে জরজকে আরও বেশি করে দেখা যাবে। চিত্রনাট্য লেখার কাজ চলছে। আরও বড় করে আসবে। পরের বছরেই হয়তো দেখা যাবে।”
নেটফ্লিক্সে এই সিরিজ় মুক্তি পাওয়ার পরই ভারতের অন্যতম চর্চিত নায়কদের তালিকায় প্রথম দশের মধ্যে চলে এসেছেন রজত। আইএমডিবি-র তালিকা অনুযায়ী, রজত গত সপ্তাহ পর্যন্ত ৯৫৪তম স্থানে ছিলেন। এক সপ্তাহে তাঁর স্থান হয়েছে নবমে। অভিনেতার কথায়, এই সুসময়কেই আঁকড়ে থাকতে চান তিনি।