Kapil Sharma

কপিলের কাছে হুমকি ফোন, দাবি ১ কোটি টাকার, রয়েছে কলকাতার যোগ?

১ কোটি টাকা চাই কপিলের থেকে, গোল্ডি ব্রারের নাম ভাঙিয়ে হুমকি ফোন করলেন এক ব্যক্তি। ঘটনার সঙ্গে কলকাতার কী যোগ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৪
Share:

দুর্যোগ যেন কাটছে না কপিল শর্মার জীবনে। ছবি: সংগৃহীত।

কপিল শর্মার বিপদ যেন কাটছে না। চলতি বছরই জুলাইয়ে সপ্তাহখানেকের ব্যবধানে দু’বার গুলি চলে তাঁর ক্যাফেতে। কানাডায় নতুন ব্যবসা শুরু করতেই একের পর এক জঙ্গি হামলা। এ বার তিনি হুমকি পেলেন মুম্বইয়ে বসে। ১ কোটি টাকা দাবি করা হল কপিলের থেকে। টাকা চাইলেন এক অজ্ঞাতপরিচয়। ঘটনার সঙ্গে যোগ রয়েছে কলকাতার।

Advertisement

গত ২২ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বর, লাগাতার হুমকি ফোন আসতে থাকে কপিলের কাছে। গ্যাংস্টার গোল্ডি ব্রারের নামে নিয়ে ভয় দেখিয়ে ১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয় কৌতুকাভিনেতার থেকে। একই নম্বর থেকে নয়, একাধিক নম্বর থেকে বার বার ফোন আসতে থাকে কপিলের কাছে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে কলকাতা থেকে পাকড়াও করেছে মুম্বই পুলিশ। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকবেন অভিযুক্ত দিলীপ চৌধরি।

কয়েক মাস আগে কপিল শর্মা নেটফ্লিক্সে তাঁর অনুষ্ঠানের তৃতীয় সিজ়নের প্রথম পর্বে সলমনকে অতিথি হিসাবে ডেকেছিলেন। তার পরেই কপিল শর্মার ক্যাফেতে গুলি চলে। সেই প্রসঙ্গে ওই গ্যাংস্টার বলেছিলেন, “নেটফ্লিক্সের শো-তে সলমনকে আমন্ত্রণের মাসুল গুনতে হচ্ছে কপিল শর্মাকে। সে কারণেই তাঁর ক্যাফেতে বার বার গুলি চালানো হচ্ছে।” তিনি হুমকি দেন, কপিল কথা না শুনলে মুম্বইয়ের রাস্তায় ‘একে৪৭’ চলবে। এ ছাড়াও মহারাষ্ট্র নবনির্মাণ সেনাও ক্ষিপ্ত কপিলকে নিয়ে। একসঙ্গে অনেকের চক্ষুশূল হয়ে উঠেছেন কপিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement