Saif Ali Khan

চুমুপ্রতি ১০০০ টাকা ‘পারিশ্রমিক’, মহিলা প্রযোজকের দাবি কেন মানতে রাজি হয়েছিলেন সইফ?

বড়পর্দায় নায়িকাদের চুমু দিয়েছেন বহুবার। সে সবটাই ছিল চিত্রনাট্যের খাতিরে। তবে একটা সময় ছিল যখন সইফকে শুধুই পয়সার জন্য চুমু খেতে হয়েছিল মহিলা প্রযোজককে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩১
Share:

সইফের প্রতি চুম্বনের মূল্য ১০০০ টাকা। ছবি: সংগৃহীত।

দীর্ঘ অভিনয়জীবনে একাধিক অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন সইফ আলি খান। কখনও করিনা কপূর খানের সঙ্গে ‘কুর্বান’ ছবিতে, কখনও আবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘রেস টু’ ছবিতে। যদিও সে সবটাই ছিল চিত্রনাট্যের খাতিরে। তবে একটা সময় ছিল, যখন শুধুই পয়সার জন্য তাঁকে এক মহিলা প্রযোজককে চুমু খেতে হয়েছিল।

Advertisement

মাত্র ২২ বছর বয়সে অভিনেত্রী অমৃতা সিংহকে বিয়ে করেন সইফ আলি খান। ২৫ বছর বয়সে প্রথম বার বাবা হন। একধাক্কায় অনেক দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। সংসার চালানো থেকে সন্তানের দায়িত্ব। ১৯৯৩ সালে বলিউডে আত্মপ্রকাশ হয় সইফের। প্রথম ছবি হিট হলেও পরের ছবিগুলি পেতে বেশ কষ্ট করতে হয় তাঁকে। সইফের একের পর এক ছবি বাণিজ্যিক দিক থেকে মুখ থুবড়ে পড়ছিল। নায়ক থেকে দ্বিতীয় কিংবা তৃতীয় গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করতে হয়েছে তাঁকে।

একসময় টাকার জন্য এক মহিলা প্রযোজকের গালে চুমু খেতে হয়েছিল তাঁকে। প্রতি চুম্বনে নাকি পেতেন ১০০০ টাকা করে। এক সাক্ষাৎকারে সইফ বলেন, ‘‘প্রযোজকের ইচ্ছায় আমাকে পর পর ১০ বার চুমু খেতে হয়েছিল। চুমুপ্রতি ১০০০ টাকা করে দিতেন। যদিও লোকে বলেছিল আমার ভাগ্য নাকি দারুণ। তবে বিষয়টা তেমন নয়। আসলে আমি কখনও খুব বেশি প্রচারের আলো চাইনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement