মা ঋদ্ধিমা সাহনী (বাঁ দিকে) এবং দিদা নীতু কপূরের (ডান দিকে) সঙ্গে সমারা। তার মুখ ভারের আসল কারণ কী? ছবি: সংগৃহীত।
ছবি তুলতে বড্ড ভালবাসেন রণবীর কপূরের দিদির মেয়ে সমারা সাহনী। ছবিশিকারিদের দেখলে নিজেই পোজ় দেয়। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে আদর জৈন ও আলেখা আডবাণীর বিয়েতে সমারার কাণ্ড দেখে তৈরি হয় বিতর্ক। মুখ ভার সমারার, হঠাৎ দিদা নীতু কপূরকে ধাক্কাও মেরে দেয়। নিমেষে ভাইরাল হয় সেই ভিডিয়ো। সত্যি কী ঘটেছিল তখন, জানালেন নীতু-কন্যা ঋদ্ধিমা।
সিনেদুনিয়া সমারাকে হাতছানি দেয়। তবু মায়ের শাসনের বাঁধনে খুব বেশি বাইরে বেরোতে পারে না। আদর-আলেখার বিয়েতে অনেক দিন পর ক্যামেরার সামনে আসে সমারা। মা ঋদ্ধিমার সঙ্গে সেজেগুজে পোজ় দিচ্ছিল সে। পরনে ছিল হালকা রঙের একটি শাড়ি। রূপটান কিংবা গয়নার লেশমাত্র নেই। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু দিদিমা পাশে দাঁড়াতেই দেখা গেল, তাঁকে ঠেলে সরিয়ে দিচ্ছে সমারা। শুধু তা-ই নয়, তার পরই বদলে যায় সমারার অঙ্গভঙ্গি। এর পর গম্ভীর মুখে ছবি তোলে সে। সমারার আচরণ নিয়ে প্রশ্ন ওঠে।
সম্প্রতি ফারহা খানকে সমারা বলেন, ‘‘আমি গম্ভীর ছিলাম না, ওটা আমার শান্ত মুখ।’’ সঙ্গে সঙ্গে ঋদ্ধিমা বলেন, ‘‘আসলে সমারা একা ছবি তুলতে চায়। ওর সঙ্গে কেউ ছবি তুলুক, একদম পছন্দ করে না। ও তো বিয়েবাড়িতে ঢোকার আগেও বার বার জিজ্ঞেস করছিল, আলোকচিত্রীরা থাকবে কি না। ছবি উঠবে কি না! যেহেতু আলোকচিত্রীরা আমাদের এক সারিতে আসতে বলছিল, সমারার নিজের মতো করে দাঁড়িয়ে ছবি তোলা হয়নি। দিদিমাকে মোটেও ধাক্কা দেয়নি।’’