Bollywood

পার্টিতে মত্ত সঞ্জয় দত্তের কাছে চূড়ান্ত অপমানিত রণবীর কপূর

বায়োপিকে তাঁর চরিত্রে, রণবীর কপূরই সঠিক নির্বাচন। এত দিন এ কথাই বলে এসেছেন সঞ্জয় দত্ত। বলিউডের আনাচে কানাচে শোনা যাচ্ছিল, ‘খলনায়ক’ সঞ্জয় দত্তর ভূমিকায় অভিনয় করবেন রণবীর কপূর। সঙ্গে থাকছেন সোনম কপূর। ১০ বছর পর স্ক্রিনে ফিরছে ‘সাওয়ারিয়া’ জুটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৬ ১১:২৫
Share:

বায়োপিকে তাঁর চরিত্রে, রণবীর কপূরই সঠিক নির্বাচন। এত দিন এ কথাই বলে এসেছেন সঞ্জয় দত্ত। বলিউডের আনাচে কানাচে শোনা যাচ্ছিল, ‘খলনায়ক’ সঞ্জয় দত্তর ভূমিকায় অভিনয় করবেন রণবীর কপূর। সঙ্গে থাকছেন সোনম কপূর। ১০ বছর পর স্ক্রিনে ফিরছে ‘সাওয়ারিয়া’ জুটি। পরিচালনায় রাজকুমার হিরানি। ২০১৭ সালের ক্রিসমাসে ছবির মুক্তি।

Advertisement

ঠিকই ছিল সব কিছু, হঠাত্ই ছন্দপতন। সৌজন্যে খোদ সঞ্জয় দত্ত। সম্প্রতি নিজের বাড়িতে রাজকুমার হিরানি, রণবীর কাপুর আর ডেভিড ধবনকে এক পার্টিতে আমন্ত্রণ জানান সঞ্জয়। পার্টির শুরু থেকেই এক অন্য মেজাজে দেখা যায় সঞ্জয়কে। কিন্তু রাত বাড়তেই পাল্টে যান ‘সঞ্জু’ বাবা। হঠাত্ বলে ওঠেন রণবীরকে নিয়ে সঞ্জয় একটি ছবি বানাতে চান! এতদূর ঠিকই ছিল, এরপর তা মাত্রা ছাড়াল রণবীরের সম্মতি মিলতেই। সঞ্জয় বলে চললেন পরের ছবিটির নাম লাড্ডু। এবং তার পরেরটি অমৃতি, জিলিপি এবং তার পরেরটি পেঁড়া। ততক্ষণে পার্টিমহল মত্ত ‘মুন্নাভাই’এর কথা শুনে স্তম্ভিত।

কিন্তু এখানেই থেমে থাকেননি সঞ্জয়।

Advertisement

আরও পড়ুন...
দীপিকার সঙ্গে দেখা-সাক্ষাত্ বন্ধ করলেন রণবীর সিংহ!

‘‘আমি সম্প্রতি ‘বরফি’ দেখেছি! তুমি কেন করলে এমন সিনেমা? আর তুমি অভিনয় করছ ‘সঞ্জয় দত্ত’র বায়োপিকে। কী করে এরা তোমায় নির্বাচন করল!” এর সঙ্গে গালাগালিও কম দেননি সঞ্জয়! পার্টিতে হাজির বেশীর ভাগেরই মতে এসব কথা সঞ্জয় মদ্যপ অবস্থাতেই বলেছেন। তবে এ অভিযোগ নিয়ে মুখ খোলেননি সঞ্জয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement