সত্যিই কি ‘অ্যাভটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবিতে গোবিন্দ? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘অ্যাভটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। প্রতিবারের মতোই ‘অ্যাভটার’ ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি নিয়েও দর্শকের উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু এই ছবির সঙ্গে কি বলিউডি যোগ রয়েছে? জেম্স ক্যামেরনের এই ছবিতে কি অভিনয় করছেন গোবিন্দ? সমাজমাধ্যমে ছড়িয়েছে এমনই একটি ভিডিয়ো।
নীল রঙের মুখমণ্ডল। লম্বা চুল। এমন বেশে দেখা যাচ্ছে গোবিন্দকে। তা হলে কি সত্যিই বলিউড থেকে চুপিসারে হলিউডে পাড়ি দিয়েছেন অভিনেতা? কোনও ক্যামিয়ো চরিত্রে রয়েছেন তিনি? আসল ঘটনা কী?
গোবিন্দের ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি। এর সঙ্গে ‘অ্যাভটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর কোনও যোগ নেই। এমন কোনও দৃশ্যই আসলে নেই ছবিতে। কিন্তু হঠাৎ কেন গোবিন্দকে নিয়ে এমন ভিডিয়ো ছড়িয়ে পড়ল? একসময়ে গোবিন্দ দাবি করেছিলেন, ২০০৯ সালের ছবি ‘অ্যাভটার’-এ অভিনয় করার জন্য নাকি তিনি জেম্স ক্যামেরনের থেকে প্রস্তাব পেয়েছিলেন। তিনি এমন দাবিও করেছিলেন, জেম্স ক্যামেরনের সঙ্গে দেখা করেছেন এবং প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তাঁকে নাকি ১৮ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। এক সাক্ষাৎকারে গোবিন্দ বলেছিলেন, “আমি আমেরিকায় এক সর্দারের সঙ্গে দেখা করেছিলাম এবং ওঁকে ব্যবসা সংক্রান্ত নানা পরামর্শ দিয়েছিলাম, যেটা ওঁর কাজে লেগেছিল। তার কয়েক বছর পরে তিনি আমাকে জেম্স ক্যামেরনের সঙ্গে দেখা করিয়ে দিয়েছিলেন।”
গোবিন্দ আরও বলেছিলেন, “উনি (জেম্স ক্যামেরন) আমাকে ছবিতে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন। আমি আলোচনা করার জন্য ওঁকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলাম। জেম্স জানিয়েছিলেন, ছবিতে নায়ক পঙ্গু হবেন। তখনই আমি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। আমাকে ১৮ কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন এবং বলেছিলেন টানা ৪১০ দিন শুটিং করতে হবে। কিন্তু আমি বলেছিলাম, ‘গায়ে রং করলে আমাকে হাসপাতালে ভর্তি হতে হবে।’” গোবিন্দের এই মন্তব্য ঘিরেই ফের নতুন করে মিম ছড়িয়ে পড়ছে সমাজমাধ্যমে।