Urvashi Rautela and Sonu Sood

ইডি-র নজরে উর্বশী রৌতেলা ও সোনু সুদ! টাকাপয়সা সংক্রান্ত বেআইনি অ্যাপের সঙ্গে জড়িয়েছে নাম

সোনু বা উর্বশী অথবা তাঁদের সহযোগী দলের পক্ষ থেকে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। চলতি বছরের মার্চে এই একই অভিযোগে হায়দরাবাদে ২৫ জন তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৪:২১
Share:

আইনি জটিলতায় উর্বশী ও সোনু। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আইনি বিপাকে জড়ালেন সোনু সুদ ও উর্বশী রৌতেলা। ইডি-র (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) নজরে পড়লেন বলিউডের দুই তারকা। বেআইনি ‘বেটিং অ্যাপ’ প্রচার করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। সোনু ও উর্বশী ছাড়াও ইডি-র নজর রয়েছেন হরভজন সিংহ, যুবরাজ সিংহ ও সুরেশ রায়নার মতো ক্রিকেটতারকাও।

Advertisement

ইডি নাকি এই বিষয়ে ইতিমধ্যেই সোনু ও উর্বশীকে জিজ্ঞাসাবাদও করেছে। কী ভাবে এই ‘বেটিং অ্যাপ’গুলির সঙ্গে তাঁরা যুক্ত সেই বিষয়ে তাঁদের কাছে জানতে চেয়েছে ইডি। এক ইডি আধিকারিক সংবাদমাধ্যমকে বলেছেন, “এই বেটিং অ্যাপগুলি বিপুল পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে তারকা ও নেটপ্রভাবীদের সৌজন্যে। এমনকি, সরকারের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেও এই অনলাইন অ্যাপগুলি তারকাদের ব্যবহার করে জনপ্রিয় হচ্ছে।”

এই প্রসঙ্গে সোনু বা উর্বশী অথবা তাঁদের সহযোগী দলের পক্ষ থেকে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। চলতি বছরের মার্চে এই একই অভিযোগে হায়দরাবাদে ২৫ জন তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন বিজয় দেবরকোন্ডা, রানা দগ্গুবতী, প্রকাশ রাজ, মাঞ্চু লক্ষ্মী প্রণীতা ও নিধি আগরওয়াল। এই অভিযোগে বলা হয়েছে, তারকারা নাকি বেটিং অ্যাপগুলির প্রচার করার জন্য বড় অঙ্কের পারিশ্রমিক নিচ্ছিলেন। এই অ্যাপের জেরে বহু মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের আর্থিক ক্ষতি হয়েছিল বলেও দাবি করা হয়েছিল অভিযোগে।

Advertisement

উল্লেখ্য, গত কয়েক দিনে পর পর বিতর্কে জড়িয়েছেন উর্বশী রৌতেলা। কখনও প্রবীণ অভিনেতার সঙ্গে পর্দায় জুটি বেঁধে, কখনও বা কান চলচ্চিত্র উৎসবে পোশাকের জন্য ট্রোলড হয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement