Priyanka Chopra

প্রিয়ঙ্কার পরিবারে অঘটন, কাছের মানুষকে হারিয়ে শোকাচ্ছন্ন নায়িকা! আমেরিকা থেকে আসছেন তিনি?

প্রিয়ঙ্কা চোপড়ার পরিবারে অঘটন। খুব কাছের আত্মীয়কে হারালেন অভিনেত্রী। সুদূর আমেরিকা থেকে শোকপ্রকাশ করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১২:৫৪
Share:

প্রিয়ঙ্কা চোপড়ার পরিবারে অঘটন। ছবি: সংগৃহীত।

বলিউ়ডে ফের খারাপ খবর। এ বার প্রিয়ঙ্কা চোপড়ার পরিবারে অঘটন। খুব কাছের আত্মীয়কে হারালেন অভিনেত্রী। সুদূর আমেরিকা থেকে শোকপ্রকাশ করেছেন তিনি। সমাজমাধ্যমে প্রিয়ঙ্কার পোস্ট দেখে সমব্যথী অনুরাগীরা।

Advertisement

সমাজমাধ্যমে প্রিয়ঙ্কা লেখেন, “তুমি সব সময়ে আমাদের মনে থেকে যাবে। এ বার শান্তিতে বিশ্রাম নাও রমণ পিশেমশাই। ওম শান্তি।” রমন হান্দা সম্পর্কে প্রিয়ঙ্কার পিশেমশাই। এই পোস্টে প্রিয়ঙ্কা তাঁর তুতো বোন মানারা চোপড়া ও পিসি কামিনী চোপড়াকেও ট্যাগ করে দেন।

‘বিগবস্‌ ১৭’ খ্যাত মানারা চোপড়ার বাবা রমন হান্দা। সোমবার মুম্বইয়েত তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। সোমবার মানারার পরিবারের পক্ষ থেকেই একটি পোস্টের মাধ্যমে রমন হান্দার মৃত্যুর খবর প্রকাশ করা হয়। সেই পোস্টে লেখা হয়, “গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা পরলোক গমন করেছেন। আমাদের পরিবারের শক্তির স্তম্ভ ছিলেন তিনি।”

Advertisement

বুধবার মুম্বইতে দুপুর একটায় মানারার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে। পিশেমশাইয়ের শেষকৃত্যে আমেরিকা থেকে প্রিয়ঙ্কা মুম্বইতে আসবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

সোমবার বাবার মৃত্যুর খবর জানতে পেরেই কাঁদতে কাঁদতে মুম্বই ছোটেন মানারা চোপড়া। বিমানবন্দরে ছবিশিকারিদের ক্যামেরায় সেই মুহূর্ত ধরা পড়ে। সঙ্গে ছিলেন মানারার বোন মিতালি। তবে মানারার বাবার মৃত্যুতে এখনও শোকপ্রকাশ করেননি পরিণীতি চোপড়া। তাঁর পক্ষ থেকে কোনও বিবৃতি আসেনি।

‘বিগবস’-এই জানা গিয়েছিল। প্রিয়ঙ্কার সঙ্গে মানারার সম্পর্ক ভাল হলেও আর এক দিদি পরিণীতির সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা মধুর নয়। এমনকি পরিণীতির সঙ্গে তাঁর চেহারায় মিল রয়েছে বলাতেও আপত্তি জানিয়েছিলেন মানারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement