ইডির তলব মিমি চক্রবর্তীকে। গ্রাফিক: সনৎ সিংহ।
অঙ্কুশ হাজরার পর ইডি-র নিশানায় মিমি চক্রবর্তী। খবর, বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে সমন পেয়েছেন অভিনেত্রী। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নির্দেশ অনুযায়ী, সোমবার তাঁকে হাজিরা দিতে হবে সংস্থার দিল্লির অফিসে।
একা মিমি নন, জানা গিয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রৌতেলাও সমন পেয়েছেন। আরও জানা গিয়েছে, সোমবার মিমির পর মঙ্গলবার হাজিরা দিতে হবে উর্বশীকে।
বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে এর আগেও ইডির তরফ থেকে সমন পেয়েছেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। এর আগে তদন্তের স্বার্থে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এবং শিখর ধবন-সহ বেশ কিছু খ্যাতনামীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। খবর, ইতিমধ্যেই বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মাসখানেক আগে ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি। সেই তালিকায় রয়েছেন দক্ষিণী তারকা রাণা দগ্গুবাতী থেকে কপিল শর্মা, বিজয় দেবরকোন্ডা-সহ একাধিক তারকা।
এ বার কি সেই তালিকায় নয়া সংযোজন অঙ্কুশ, মিমি, উর্বশী? প্রসঙ্গত, অঙ্কুশ-মিমির আগে আর কোনও টলিউড তারকার নাম জড়ায়নি এই ঘটনায়।
খ্যাতনামীদের বিরুদ্ধে সংস্থার অভিযোগ, বেটিং অ্যাপগুলির হয়ে প্রচার করার বিনিময়ে তাঁরা আর্থিক সুবিধা পেয়েছেন। তদন্তকারীদের সন্দেহ, এই বেআইনি বেটিং অ্যাপগুলি অবৈধ ভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে। তদন্তকারী সংস্থার নজর এড়াতে হাওয়ালার মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে।