Entertainment News

‘নাটক করাটা এ বার বন্ধ করো’, সুনীলকে বিঁধলেন এহসান!

গত কয়েকদিন ধরে কপিল-সুনীল ঝগড়া রয়েছে হেডলাইনে। বিমানের মধ্যে সুনীলের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওঠে কপিলের বিরুদ্ধে। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চান। কিন্তু এত সব কিছুর পরে ‘দ্য কপিল শর্মা’ শো থেকে সুনীল বেরিয়ে যাচ্ছেন বলেই খবর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ১১:৩৯
Share:

গত কয়েকদিন ধরে কপিল-সুনীল ঝগড়া রয়েছে হেডলাইনে। বিমানের মধ্যে সুনীলের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওঠে কপিলের বিরুদ্ধে। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চান। কিন্তু এত সব কিছুর পরে ‘দ্য কপিল শর্মা’ শো থেকে সুনীল বেরিয়ে যাচ্ছেন বলেই খবর। তাঁর জায়গায় ওই শো-তে এ বার থেকে নাকি পারফর্ম করবেন এহসান কুরেশি।

Advertisement

আরও পড়ুন, ঢেলে সাজানো হচ্ছে ‘দ্য কপিল শর্মা’ শো?

সূত্রের খবর, এর মধ্যেই নাকি ঘনিষ্ঠ মহলে সুনীলের বিরুদ্ধে কথা বলেছেন এহসান। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানালেন, এহসান নাকি বলেছেন, ‘‘সুনীল নাটক কোরো না। নাটক করাটা এ বার বন্ধ করো। …তুমি তো কথাই বলতে পারছ না। কারণ তুমি মনে কর, কপিলই তোমার ভগবান। একজন ভাল কমেডিয়ান হওয়া অন্য ব্যাপার। তার আগে একজন ভাল মানুষ হওয়া খুব গুরুত্বপূর্ণ।’’

Advertisement

আরও পড়ুন, সুনীলের প্রতি কপিলের রাগের আসল কারণটা জানেন?

এহসান নাকি এও জানিয়েছেন, সুনীল হিংসুটে। সে কারণেই নাকি তিনি ‘দ্য কপিল শর্মা’ শো ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এ নিয়ে অফিশিয়ালি এখনও পর্যন্ত কেউ মুখ খোলেননি।

আরও পড়ুন, ‘দ্য কপিল শর্মা’ শো ছেড়ে দিতে চান প্রীতিও?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement