Smriti Irani

স্মৃতি ইরানিকে রাজনীতি থেকে অভিনয়ে ফিরিয়ে আনছেন একতা! এ বার কোন ধারাবাহিকে ‘তুলসী’?

অভিনয় থেকে বহু দিন আগেই সরে এসেছেন। বর্তমানে তিনি রাজনীতির ময়দানে। কিন্তু একতা কপূর নাকি তাঁকে ফের ছোট পর্দায় ফিরিয়ে আনছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৫:০৪
Share:

স্মৃতি ইরানিকে ছোট পর্দায় নিয়ে আসছেন একতা। ছবি: সংগৃহীত।

একটা সময়ে ছোট পর্দা জুড়ে ছিল তাঁরই আধিপত্য। নির্দিষ্ট সময়ে ধারাবাহিক প্রেমীদের ঘরে জায়গা করে নিত ‘কিউঁকি সাঁস ভি কভি বহু থি’র তুলসী। এই চরিত্রে অভিনয় করতেন স্মৃতি ইরানি। অভিনয় থেকে বহু দিন আগেই সরে এসেছেন। বর্তমানে তিনি রাজনীতির ময়দানে। গত কয়েক বছর নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারে কেন্দ্রীয় মন্ত্রীর পদও সামলেছেন। কিন্তু ২০২৪ সালে অমেঠি লোকসভা কেন্দ্রে তিনি হেরেছেন কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মার কাছে। তার পর থেকে রাজনীতির ময়দানে খানিকটা গরহাজির তিনি। এ বার একতা কপূর নাকি তাঁকে ফের ছোট পর্দায় ফিরিয়ে আনছেন। সেই ইঙ্গিত নিজেই দিয়েছেন একতা ।

Advertisement

সম্প্রতি এক অনুষ্ঠানে একতা জানান, পুরনো সেই ধারাবাহিক ফের ছোট পর্দায় নতুন মোড়কে ফিরিয়ে আনবেন তিনি। তবে এ বার থাকবে মাত্র ১৫০টি পর্ব। তখনই স্মৃতি ইরানিকে এই ধারাবাহিকে ফিরিয়ে আনার ইঙ্গিত দেন একতা কপূর। তিনি সেই অনুষ্ঠানে বলেছিলেন, “আমরা বিনোদনে এ বার রাজনীতি নিয়ে আসছি। বলা ভাল, এক রাজনীতিককে বিনোদনে ফিরিয়ে আনছি।” এর পরেই জল্পনা শুরু হয়, নতুন মোড়কের ‘কিউঁকি সাঁস ভি কভি বহু থি’ ধারাবাহিকেও ফের দেখা যাবে স্মৃতি ইরানিকে। তবে এই বিষয়ে স্মৃতির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও প্রকাশ হয়নি।

টানা ৮ বছর ধরে এই ধারাবাহিক চলেছিল ছোট পর্দায়। সেই সময়ে ধারাবাহিকটি নিয়ে চর্চাও হয়েছিল বিস্তর। স্মৃতি ছাড়াও অভিনয় করেছিলেন রণিত রায়, অমর উপাধ্যায়, হিতেন তেজওয়ানি, মৌনী রায়ও। জানা যাচ্ছে, স্মৃতির পাশাপাশি নতুন ‘কিউঁকি সাঁস ভি কভি বহু থি’র জন্য অমর উপাধ্যায়কেও প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁদের আগের চরিত্র, অর্থাৎ তুলসী ও মিহিরের ভূমিকাতেই দেখা যাবে বলে জানা যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement