Entertainment News

তরুণীকে জড়িয়ে ধরলেন আমির খান, চেনেন এঁকে?

প্রথম পক্ষের দুই সন্তান জুনেইদ খান এবং ইরার সঙ্গে আমিরের সম্পর্ক ভাল। এমনকি কিরণ রাওয়ের সঙ্গেও জুনেইদ, ইরা স্বচ্ছন্দ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৯ ১৭:২৯
Share:

আমির এবং ইরা।

পরনে স্লিভলেস টপ। শর্টস। মুম্বইয়ের এক রেস্তোরাঁর বাইরে সপ্তাহ শেষের বিকেলে লাইমলাইট কেড়ে নিয়েছেন তরুণী। কারণ তাঁকে জড়িয়ে ধরেছেন আমির খান। বহুদিন পরে দেখা হল বাবা-মেয়ের। তরুণী অর্থাত্ ইরা হলেন আমির খানের কন্যা।

Advertisement

রবিবার ওই রেস্তোরাঁর উদ্বোধনে হাজির ছিলেন আমির-ইরা। মিডিয়ার সামনেই তৈরি হল আবেগঘন মুহূর্ত।

আমির এবং রিনা দত্তর মেয়ে ইরার বয়স এখন ২১। তাঁর শৈশবেই আমির-রিনার বিচ্ছেদ হয়ে যায়।মুম্বইয়ের ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুল থেকে পাশ করার পর এখন কলেজে পড়ছেন তিনি। কিন্তু নিরাপত্তার কারণেই প্রকাশ্যে কলেজের নাম জানাতে চান না। বাবার মতোই অভিনয়কেই পেশা করতে চান কিনা, সে বিষয়ে নিজের সিদ্ধান্ত এখনও প্রকাশ্যে জানাননি তিনি। তবে আমির সব সময়ই প্রাথমিক ভাবে সন্তানদের পড়াশোনার ওপর জোর দিতে চান।

Advertisement

আরও পড়ুন, ‘বীরেন্দ্রকৃষ্ণের বদলে উত্তম, উত্তাল বাংলা’, মুক্তি পেল ‘মহালয়া’র পোস্টার

প্রথম পক্ষের দুই সন্তান জুনেইদ খান এবং ইরার সঙ্গে আমিরের সম্পর্ক ভাল। এমনকি কিরণ রাওয়ের সঙ্গেও জুনেইদ, ইরা স্বচ্ছন্দ। তবে নতুন বছরে সন্তানদের আরও বেশি সময় দিতে চান আমির। নতুন বছরের জন্য এই প্রতিজ্ঞার কথা সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছেন অভিনেতা।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন