মহালয়া। বঙ্গ জীবনের নস্ট্যালজিয়ার আর এক নাম। রেডিয়োকে আদরের দিন। সেই জিয়া নস্টাল শরতের ভোরের ঘুম ভাঙে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে। শিরশিরে হাওয়ায় দেবী বন্দনা শুনতে শুনতেই ঢাকের বাদ্যির অনুভব পায় বাঙালি।
ব্যতিক্রম হয়েছিল একবারই। ১৯৭৬। সে বছর বীরেন্দ্রকৃষ্ণের বদলে মহানায়ক উত্তমকুমারের কণ্ঠ শুনেছিল বাঙালি। কিন্তু প্রাণের নায়ককেও এই জায়গায় রেয়াত করেননি কেউ। রেডিয়োর মহালয়া যে তাঁর মাঠ নয়, তা বুঝিয়ে দিয়েছিলেন শ্রোতারা। সেই মাঠে যে মানুষটি প্রত্যেক বছর ছক্কা হাঁকাতে অভ্যস্ত তাঁর নাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র।
ঠিক এই বিষয় নিয়েই ছবি তৈরি করেছেন সৌমিক সেন। প্রসেনজিত্ চট্টোপাধ্যায় নিবেদিত সে ছবি প্রথম লুক পোস্টার মুক্তি পেল শুক্রবার।