Back to
ফিরে দেখা বছরের বেস্ট

বেস্ট মুহূর্ত

আলো ঝলমলে সন্ধ্যা। তারকাদের ছটায় বর্ণিল। ‘বছরের বেস্ট’ সন্ধ্যায় কাকে ছেড়ে কাকে দেখবেন! মঞ্চ থেকে দর্শকাসন তারায় তারায় খচিত। প্রতি মূহূর্তে জন্ম নিচ্ছে নতুন নতুন রং। সব বেস্ট মুহূর্তের ছবি এক সঙ্গে, এক পাতায়, এক ঝলকে।

aveek2

খবরের দুনিয়ায় আনন্দবাজার অনলাইন কোথায় দাঁড়িয়ে এবং কী হতে চায়! ‘বছরের বেস্ট’ অনুষ্ঠানে বলছেন প্রধান সম্পাদক অভীক সরকার।

timir-abhi

বছরের বেস্ট শিক্ষক তিমির মল্লিককে সম্মান জানাচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

ritwick-prasenjit-anirban

তিন তারকা। ২০২২-এর বছরের বেস্ট অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য (বছরের বেস্ট ২০২১)।

porimoni

বাংলাদেশের অভিনেত্রী পরীমণির হাতে ‘বছরের বেস্ট’ সম্মান তুলে দিচ্ছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

Jeetu Kamal -Actor

তাঁকে ‘সত্যজিৎ রায়’ সাজিয়েছিলেন সোমনাথ কুন্ডু। নতজানু হয়ে সেই ‘সোমনাথদা’র হাতে মানপত্র তুলে দিচ্ছেন অভিনেতা জিতু কমল। সাক্ষী চিত্রকর যোগেন চৌধুরী।

Titas-Awarded

খেলাধুলায় বছরের বেস্ট তিতাসের হাতে পুরস্কার তুলে দেন রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এবং কোয়েল মল্লিক।

Anindya-Sohini 2

কাকে মঞ্চে ডাকছেন অনিন্দ্য আর সোহিনী?

sounak-aneek

শৌনক সেনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন চিত্র পরিচালক অনীক দত্ত এবং শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া।

Aveek-Rakhi-Meera

অভীক সরকার এবং রাখী সরকারের সঙ্গে বুদ্ধদেব-জায়া মীরা ভট্টাচার্য এবং কন্যা সুচেতনা ভট্টাচার্য।

Prosenjit-Mohor

দারুণ মুডে প্রসেনজিৎ। আঙুল তুলে কাকে ইঙ্গিত? ডান পাশে বসে মোহর (ঐন্দ্রিলা সেন)।

swati-shirsendu

অধ্যাপিকা স্বাতী গঙ্গোপাধ্যায়কে পুরস্কার দিচ্ছেন রুদ্রাংশু মুখোপাধ্যায় এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

Anindya Jana-Aveek Sarkar

প্রধান সম্পাদক বলতে উঠলেন। কাকে চুপ করাচ্ছেন সম্পাদক?

Rupam

ঋগ্বেদের গানে অনুষ্ঠানের প্রারম্ভিক সুর বেঁধে দিলেন রূপম ইসলাম।

debashree

বাঙালি বিজ্ঞানী দেবশ্রী ঘোষকে সম্মান জানাচ্ছেন বিজ্ঞানী পার্থ মজুমদার এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Ratnabali-Anuttama

‘অনু-সঙ্গে রত্নাবলী’! মনোসমাজকর্মী রত্নাবলী রায় এবং মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়।

Shirshendu Mukhopadhyay

বছরের বেস্ট সন্ধ্যায় দর্শকাসনে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

Ritwick Chakraborty- Actor

বছরের বেস্টের চোখে সেরা কে? সম্মান গ্রহণের পর প্রশ্নের মুখোমুখি ঋত্বিক চক্রবর্তী। উত্তর রয়েছে আনন্দবাজার অনলাইনের খবরে।

Alapan

এক টেবিলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত, রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং জেনেসিস কর্ণধার উজ্জ্বল সিন্‌হা।

Roni

বছরের বেস্ট রসনা ব্যবসায়ী রনি মজুমদার। আনন্দবাজার অনলাইনের হয়ে পুরস্কার তুলে দিলেন অভিনেত্রী রাইমা সেন।

porimoni Smile

পরীর হাসিতে এ ভাবে মণি ঝরে!

vedanta

মান্যবর-এর কর্ণধার রবি মোদীর হয়ে পুরস্কার নিলেন তাঁর পুত্র বেদান্ত মোদী। পুরস্কার তুলে দিলেন আর এক ব্যবসায়ী চন্দ্রশেখর ঘোষ এবং বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত।

ritabhari-sudeshna-rituparna

বছরের বেস্ট সন্ধ্যায় তারকাখচিত দর্শকাসন। (সামনের সারিতে বাঁ দিক থেকে) ঋতাভরী, সুদেষ্ণা রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, মহম্মদ সেলিম, শ্রীকান্ত মোহতা, হর্ষবর্ধন নেওটিয়া।

abhijit-kunal

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে করমর্দন তৃণমূল নেতা কুণাল ঘোষের। কী কথা হল দু’জনের?

Locket-Nusrat

সংসদের দুই প্রতিদ্বন্দ্বী, বছরের বেস্ট সন্ধ্যায় গলায় গলায়। তৃণমূলের নুসরতের সঙ্গে বিজেপির লকেট। সাক্ষী রইলেন যশ।

Anindya-Sohini

বছরের বেস্ট সন্ধ্যার অনুষ্ঠান এক সূত্রে বেঁধে রেখেছিলেন এই দু’জনেই। অনিন্দ্য জানা এবং সোহিনী সেনগুপ্ত।

Babul-Locket

দল আলাদা হয়ে গিয়েছে। কিন্তু বাবুল সুপ্রিয় আর লকেট চট্টোপাধ্যায়ের মুখের হাসিই বলে দিচ্ছে, রাজনীতিই শেষ কথা নয়।

baishakhi-sobhan

দর্শকাসনে শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত।

Ritwick Chakraborty Smile

কী শুনে উত্তমকুমারের মতো হাসি ঋত্বিকের মুখে।

Rituparna 2

পায়ের ছন্দে তিনি পারদর্শী, ছন্দ তাঁর শরীর জুড়েও।

Rupam 2

মঞ্চে রূপমের সুরের মূর্ছনা।

Group Photo

অনুষ্ঠান শেষে মঞ্চে একসঙ্গে ‘বছরের বেস্ট’ সম্মান প্রাপকেরা। সঙ্গে আনন্দবাজার অনলাইনের প্রধান সম্পাদক অভীক সরকার।

Sarkar-Suva

সরকার এবং শুভা, দু’জনেই প্রসন্ন।

sobhan-baisakhi-abhijit

শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Aditi Munshi-Srikant

অনুষ্ঠানে পাশাপাশি আসনে তৃণমূল বিধায়ক তথা কণ্ঠশিল্পী অদিতি মুন্সি এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পাশেই প্রযোজক শ্রীকান্ত মোহতা।

Raima-Koel

গল্পে মেতে অভিনেত্রী রাইমা সেন এবং কোয়েল মল্লিক।

Ritbhari-2

দর্শকাসনে বসে অনুষ্ঠানে মগ্ন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

Rupam 3

সুরেলা সন্ধ্যা উপহার দিলেন রূপম ইসলাম।

Srijato

বছরের বেস্ট অনুষ্ঠানে কবি শ্রীজাত।

Trophy

‘বছরের বেস্ট ২০২২’-এর ট্রফি।

Partha-Anindya-Debashree-Bratya-Sohini

মঞ্চে আসছেন পার্থ মজুমদার। অপেক্ষায় অনিন্দ্য, দেবশ্রী, ব্রাত্য, সোহিনী।

Rupam Islam

আলোআঁধারির খেলায় মিলেমিশে রূপমের গলা।

Alapan-Aveek

আলাপনে অভীক সরকার।

Yash-Nusrat

বড্ড দেরি হয়ে গেল! যশকে নিয়ে ঢুকে তাই কি জিভ কাটলেন নুসরত?

Aveek-Subir

অভীক সরকারের সঙ্গে সুবীর মিত্র এবং রুদ্রাংশু মুখোপাধ্যায়।

Anindya-Porimoni-Sohini

মঞ্চে তখন মধ্যমণি পরীমণিই।

Shaunak-Aneek

শৌনককে পুরস্কার দিতে ডাকা হল হর্ষবর্ধন নেওটিয়া এবং অনীক দত্তকে।

Ritu-Pori

এ পার বাংলা ও পার বাংলা, মধ্যিখানে আনন্দবাজার অনলাইন।

Sohini (Anchor)

মঞ্চে উঠলেন সঞ্চালিকা।

Piano-Kaushik

বছরের বেস্ট সন্ধ্যাকে মাতিয়ে রেখেছিলেন কৌশিক দাস। পিয়ানোতে তাঁর আঙুলের ছোঁয়ায় মুগ্ধ অতিথিরা। বেহালা সঙ্গতে দেবাশিস কাটোয়ার, গিটারে সুপ্রিয় ভক্ত এবং অক্টোপ্যাডে মন্টু হরি।

Anindya-Sohini long

একে একে ঘোষণা হবে বছরের বেস্টদের নাম। শুরু করছেন অনিন্দ্য এবং সোহিনী।

Alvito-Ranadev

ফুটবল না ক্রিকেট? অ্যালভিটো আর রণদেবের গম্ভীর আলোচনা কী নিয়ে?

Anupam-Shaunak (Phone)

‘ফোন’ দেওয়া-নেওয়া। অনুপম এবং শৌনক।

Abhijit-Shirshendu-Anupam

বিচারপতি গঙ্গোপাধ্যায় থেকে অনুপম রায়। সবার নজরে তখন শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

Prosenjit-Ritwick-Anirban (Actors)

এক প্রজন্মের দুই সেরা অভিনেতা অনির্বাণ, ঋত্বিক। প্রসেনজিৎ ওঁদের দাদা না ভাই, না-জানলে বোঝা দায়!

Aveek Sarkar-Anindya Jana

কী করতে চান, বলছেন প্রধান সম্পাদক। মন দিয়ে শুনে রাখছেন সম্পাদক।

Rupam new song

ভাবো বাঙালি... রূপমের নতুন গান প্রথম মঞ্চস্থ হল। বছরের বেস্ট সন্ধ্যায়।

Aveek Sarkar-Richa

সবার সঙ্গে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছেন প্রধান সম্পাদক।

Rupam-Rupsha

রূপম, রূপসা কিসের চিন্তায়?

Sovan-Baisakhi (Kaane-Kaane)

দু’জনে কূজনে।

Sudeshna-Aditi-Raima-Koel

সুদেষ্ণা রায়, অদিতি মুন্সী, রাইমা সেন, কোয়েল মল্লিক।

Rupam (Singer)

আলোআঁধারি মঞ্চে রূপমের কণ্ঠে বেদগান।

Rituparna-Porimoni

বুকের মাঝে আয়! পরীমণির হাতে পুরস্কার তুলে দেওয়ার আগে ঋতুপর্ণা।

Anchor Anindya-Sohini

এমন হাসি কে ঝরালো দুই সঞ্চালকের মুখে?

baishakhi-Bratya-Sovan

ব্রাত্যকে কী দেখাচ্ছেন শোভন?

Ritu-Pori-Selim

কে বলবে সেলিম ‘অড ম্যান আউট’!

Jitu-Jogen

যোগেন চৌধুরীর সামনে নতজানু জিতু কমল।

Titas-Anindya

অনিন্দ্যর প্রশ্নে হেসেই কুটোপাটি বছরের বেস্ট তিতাস।

porimoni speech

আপনি কি বিতর্কিত? প্রশ্ন শুনছেন পরীমণি। তাৎক্ষণিক উত্তর ছিল, ‘‘এখানে এসে আমি সম্মানিত।’’

Soham Chakraborty

হিরো এবং বিধায়ক সোহম চক্রবর্তী। পিছনে প্রযোজক অতনু রায়চৌধুরী।

Rakhi-Jaya

রাখী সরকারের সঙ্গে শ্রেয়সী চট্টোপাধ্যায়, জয়া গঙ্গোপাধ্যায়।

Swati-Sohini

স্বাতীকে কী দেখাচ্ছেন সোহিনী?

Titas-Sohini

মজাচ্ছলে বছরের বেস্টকে বরণ সোহিনীর।

Selim-porimoni-rituparna

সেলিমের সঙ্গে কি পরীমণির পরিচয় করিয়ে দিচ্ছেন ঋতুপর্ণা?

Roni-Ritwick

রনি অভিনয় শিখছেন? না কি রান্না শিখছেন ঋত্বিক?

Rudrprasad-Anirban

বাংলা নাটকের দুই প্রজন্ম। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য।

Aveek-Sovan

অভীকবাবুকে দেখে এমন অদ্ভুত ভঙ্গিতে কেন শোভন?

Indradip-Ritwick

সাদা-সাদা, কালা-কালা! পরিচালক এবং অভিনেতার মধ্যে কী নিয়ে বাক্যালাপ?

Red Carpet area

রেড কার্পেটে একটু পরেই পড়তে শুরু করবে অতিথিদের পা। বছরের বেস্ট সন্ধ্যায় অভ্যর্থনার প্রস্তুতি।

Sovan-Aveek

ভাল আছি। আপনি কেমন আছেন?

Ravi Modi-Sohini

বছরের বেস্ট রবি মোদীর নাম ঘোষণা করছেন সোহিনী।

certificate

‘বছরের বেস্ট’-এর মানপত্র।

তারায় তারায় খচিত

বছরের বেস্ট