ইমরানের পুনর্জন্ম!

চুমু। বারো বছরের কেরিয়ারে চুমুই তাঁকে পেজ থ্রি-তে এনেছে। বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসাবেই তাঁর পরিচিতি বেশি। তিনি ইমরান হাশমি। আগামী ১২ জুন মুক্তি পাবে ইমরানের ‘হমারি অধুরি কহানি’। হরর, থ্রিলার, অ্যাকশন থেকে বেরিয়ে হঠাত্ রোম্যান্টিক ছবি কেন করলেন তিনি? ‘সিরিয়াল কিসার’-এর বিশেষ ইমেজ থেকে বেরিয়ে আসার জন্যই কি রোম্যান্টিক ছবিতে পুনর্জন্ম চাইছেন ইমরান?

Advertisement
শেষ আপডেট: ০৭ জুন ২০১৫ ০০:০০
Share:

চুমু। বারো বছরের কেরিয়ারে চুমুই তাঁকে পেজ থ্রি-তে এনেছে। বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসাবেই তাঁর পরিচিতি বেশি। তিনি ইমরান হাশমি। আগামী ১২ জুন মুক্তি পাবে ইমরানের ‘হমারি অধুরি কহানি’। হরর, থ্রিলার, অ্যাকশন থেকে বেরিয়ে হঠাত্ রোম্যান্টিক ছবি কেন করলেন তিনি? ‘সিরিয়াল কিসার’-এর বিশেষ ইমেজ থেকে বেরিয়ে আসার জন্যই কি রোম্যান্টিক ছবিতে পুনর্জন্ম চাইছেন ইমরান?

Advertisement

নায়কের মতে, বয়স আর দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে চরিত্র বাছাইয়ের কথাটা মাথায় রাখতে হয়। বিয়ে, পিতৃত্ব— এগুলোও পরিবর্তন আনে। বিগত বারো বছরের কাছে তিনি কৃতজ্ঞ। এখন সেই স্টেজ থেকে বেরিয়ে আসার সময়। নতুন কিছু করার সময়। নিজের তো বটেই পাশাপাশি দর্শকদের একঘেয়েমি কাটানোটাও জরুরি।

“অভিনেতার জীবনে বিভিন্ন পর্যায় আসে। একই জিনিস বার বার করা যায় না। অভিনেতার কেরিয়ারে ১০ থেকে ১৪ বছরের এক-একটা চক্র আসে। দর্শকও সেটা জানেন। এই চক্রটাকে বদলাতে হয়। আর এটাই পুনর্জন্ম” জানালেন ইমরান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement