Entertainment News

মা ও সন্তান দু’জনকে একসঙ্গে বয়ে নিয়ে চলেছেন এষা!

মা হেমামালিনী ও আগত সন্তানকে একসঙ্গে ক্যারি করছেন বলিউড অভিনেত্রী এষা দেওল। অবিশ্বাস্য হলেও এ ঘটনা সত্যি। কিন্তু এ সম্ভব হল কী ভাবে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৭ ১৮:৪৫
Share:

এও কি সম্ভব!

Advertisement

মা হেমামালিনী ও আগত সন্তানকে একসঙ্গে ক্যারি করছেন বলিউড অভিনেত্রী এষা দেওল। অবিশ্বাস্য হলেও এ ঘটনা সত্যি। কিন্তু এ সম্ভব হল কী ভাবে?

আরও পড়ুন, ধর্মেন্দ্রর সঙ্গে বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করলেন এষা

Advertisement

আসলে সন্তানসম্ভবা এষা সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে একটি ব্যাগ নিয়েছেন নায়িকা। যার ওপরে এমব্রয়ডারি করা রয়েছে হেমা মালিনীর ছবি।

দেখুন, অন্তঃসত্ত্বা এষার বিয়ের ছবি

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই তাঁর বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এষা। সাংবাদিকদের এষা বলেন, ‘‘প্রেগন্যান্ট হওয়ার পর থেকে আমার খুব মুড সু্ইং করে। ভরত খুব যত্ন নিয়ে আমাকে সামলাচ্ছে। ও খুবই প্রোটেকটিভ। ভরত আমার সবচেয়ে বড় সমালোচকও বটে। সব কিছুতেই ও আমাকে খুব উত্সাহ দেয়। সত্যিই জীবন খুব সুন্দর।’’

সব কিছু ঠিক থাকলে আর দিন কয়েকের মধ্যেই মা হবেন এষা। তবে সন্তানের জন্মের পর খুব তাড়াতাড়ি অভিনয়ে ফিরতে চান তিনি। !!!😄😍❤️

!!!😄😍❤️

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement