Entertainment News

ইস্, সানির জন্য এটা মিস করলেন এষা!

মুম্বই ইন্ডাস্ট্রিতে সানি লিওন জনপ্রিয় এ কথা ঠিক। তবে এষা গুপ্তর জনপ্রিয়তাও কম নয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ১৬:০৩
Share:

সানি লিওন এবং এষা গুপ্ত। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

বলিউডে পায়ের তলায় জমি শক্ত করে নিয়েছেন সানি লিওন। একের পর এক প্রোজেক্টে সই করছেন। বেশ কয়েকটি ব্র্যান্ড এনডোর্সও করেন তিনি। তার মধ্যে অন্যতম কন্ডোম। সেই বিজ্ঞাপনে সানির জনপ্রিয়তা তুমুল। ওই বিজ্ঞাপনেই নাকি সুযোগ পেয়েছিলেন এষা গুপ্ত। তবে, সেই কাজ নাকি হাতছাড়া হল সানির জন্যই!

Advertisement

আরও পড়ুন, বিয়ের ঠিক এক মাস আগে হবু বউকে কী প্রমিস করলেন গৌরব?

বিষয়টা ঠিক কী?

Advertisement

মুম্বই ইন্ডাস্ট্রিতে সানি লিওন জনপ্রিয় এ কথা ঠিক। তবে এষা গুপ্তর জনপ্রিয়তাও কম নয়। বলি মহলের খবর, কন্ডোম প্রস্তুতকারক ওই নির্দিষ্ট কোম্পানি সানির বদলে এষার কথা ভেবেছিলেন। তাঁর সঙ্গে যোগাযোগও করা হয়। কিন্তু, সানির প্রায় দু’গুণ পারিশ্রমিক দাবি করেন এষা।

আরও পড়ুন, ‘তৈমুরকে ছাড়া ভাল আছি’ কেন বললেন সইফ?

সেই জায়গা থেকেই নাকি পিছিয়ে আসতে বাধ্য হন ওই কোম্পানির কর্মকর্তারা। জল্পনা, পারিশ্রমিক নিয়ে এষার সঙ্গে দ্বিতীয় বার আলোচনা করেও নাকি কোনও লাভ হয়নি। ফলে এষাকে বাতিল করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা। শোনা যাচ্ছে, ওই বিজ্ঞাপনে এ বারও নাকি দেখা যাবে সানিকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement