Tollywood News

শুটিংয়ের ফাঁকেই চলছে পড়াশোনা, কী ভাবে দশম শ্রেণির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পর্দার কুসুম, লাজবন্তী?

কুসুম ওরফে তনিষ্কা তিওয়ারি এবং লাজবন্তী ওরফে সাইনা চট্টোপাধ্যায় দু’জনেই ছোটপর্দার ব্যস্ত নায়িকা। আবার সেই সঙ্গে দশম শ্রেণির ছাত্রী। দু’টি ধারাবাহিকে মুখ্য চরিত্রে দর্শক দেখছে তাদের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১০:০০
Share:

দশম শ্রেণির পরীক্ষার কী ভাবে প্রস্তুতি নিচ্ছে কুসুম এবং লাজবন্তী? ছবি: সংগৃহীত।

ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি পড়াশোনা কী ভাবে চালানো সম্ভব? অনেক শিল্পীকেই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। একসময় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় শুটিংয়ে নিজের বইখাতা নিয়ে আসতেন। ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিক চলাকালীনই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন তিনি। সেই একই পথে এখন হাঁটছে পর্দার কুসুম এবং লাজো।

Advertisement

কুসুম ওরফে তনিষ্কা তিওয়ারি এবং লাজবন্তী বা লাজো ওরফে সাইনা চট্টোপাধ্যায়, দু’জনেই ছোটপর্দার ব্যস্ত নায়িকা। আবার সেই সঙ্গে দশম শ্রেণির ছাত্রী। দু’টি ধারাবাহিকে মুখ্য চরিত্রে দর্শক দেখছে তাদের। তনিষ্কা এবং সাইনা দু’জনের অভিনয়ই প্রশংসিত হচ্ছে পর্দায়। এই ব্যস্ততার মাঝে কী করে পড়াশোনা চালাচ্ছে তারা? দুই অভিনেত্রীই ২০২৬-এ মাধ্যমিক দেবে।

১৪ ঘণ্টা শুটিং, শট দেওয়ার ফাঁকেই চলছে পড়াশোনা। তনিষ্কার কথায়, “বই নিয়েই শুটিংয়ে আসি আমি। আর বেশিদিন বাকি নেই পরীক্ষার। শুটিংয়ের পরে অনলাইন ক্লাস করি। বন্ধুরাও আমাকে সাহায্য করছে। স্কুলের ম্যামরা আমাকে সময়মতো নোট্‌স দিচ্ছেন। চেষ্টা করছি সময় নষ্ট না করার। এ ক্ষেত্রে শুটিংয়ের সকলেই পাশে রয়েছেন।”

Advertisement

অন্য দিকে সাইনার পরীক্ষার জন্য আগে থেকেই ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের টিম ব্যাঙ্কিং করে নিয়েছে। যাতে পরীক্ষার জন্য নায়িকা ছুটিতে থাকলেও শুটিংয়ে সমস্যা না হয়। সাইনার মা সংযুক্তা চট্টোপাধ্যায় বলেছেন, “প্রযোজনা সংস্থা খুবই সাহায্য করছে ডলকে (সাইনা)। শটের ফাঁকে তো পড়তেই হবে। ওর ‘কলটাইম’ও অনেকটা দেরিতে দিচ্ছেন ওঁরা। যাতে সকালটা পড়াশোনা করতে পারে।”

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে দশম শ্রেণির পরীক্ষা। তাই সময়মতো ছুটি নিয়ে পরীক্ষার প্রস্তুতিও নিয়ে নিচ্ছে দুই অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement