লাইভ আড্ডা @ প্রজাপতি বিস্কুট

এই ছবির ভাইরাল হয়ে যাওয়া গান ‘তোমাকে বুঝি না প্রিয়’ গেয়ে শোনালেন প্রসেন। এই প্রথমবার সিনেমায় প্লেব্যাক করলেন দীপ্তার্ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৭ ২১:২০
Share:

ফাইল চিত্র।

আর মাত্র দুটো দিন তার পরেই মুক্তি পাচ্ছে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ‘প্রজাপতি বিস্কুট’। ছবি মুক্তির আগে আমাদের সঙ্গে লাইভ আড্ডায় ছিলেন ‘প্রজাপতি বিস্কুট’ ছবির কয়েকজন সদস্য। ফেসবুক লাইভে আমরা পেয়েছিলাম ইশাকে। সঙ্গে ছিলেন প্রসেন ও দীপ্তার্ক। এই ছবির ভাইরাল হয়ে যাওয়া গান ‘তোমাকে বুঝি না প্রিয়’ গেয়ে শোনালেন প্রসেন। এই প্রথমবার সিনেমায় প্লেব্যাক করলেন দীপ্তার্ক। ‘প্রজাপতি বিস্কুট’-এর টাইটেল ট্র্যাক লাইভ পারফর্ম করলেন তিনি। ইশা শেয়ার করলেন শুটিংয়ে বকুনি খাওয়ার গল্প। সব মিলিয়ে গোটা শুটিং‌টাই আদতে ছিল একটা মজাদার পিকনিক। এ দিনের লাইভে আমাদের সঙ্গী ছিলেন আপনারাও। কেউ বাংলাদেশ, তো কেই সৌদি আরব থেকে যোগ দিয়েছিলেন। গানের আবদার তো ছিলই, সঙ্গে ছিল সিনেমার অজানা গল্প জানার আগ্রহ। তবে সবটা খোলসা করেননি কলাকুশলীরা। কারণ ‘প্রজাপতি বিস্কুট’ কতটা মুচমুচে হল সেটা জানতে আপনাকে হলে যেতেই হবে।

Advertisement

দেখুন সেই ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement