viral video

নিজের উপার্জনে সাত কোটি টাকা দিয়ে বাড়ি কিনলেন ২৬ বছরের তরুণী! সাফল্যের নেপথ্যে ১৮ ঘণ্টার হাড়ভাঙা খাটুনি

সিঙ্গাপুরের বাসিন্দা তরুণী ভিডিয়োয় জানিয়েছেন, তিনি সব সময় চেয়েছিলাম নিজের বাড়ি হোক। নিজস্ব সম্পত্তি হোক। ২৭ বছর বয়সের মধ্যেই সেই স্বপ্নপূরণ হোক এটাই চেয়েছিলেন ক্রিস নামের ওই তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৩
Share:

ছবি: সংগৃহীত।

মাত্র ২৬ বছর বয়সেই ৭ কোটি টাকার বাড়ির মালিক। পরিবারের কোনও আর্থিক সহায়তা ছাড়াই নিজের সঞ্চয়ে একটি কন্ডোমিনিয়াম কিনে ফেলেছেন তরুণী। এই সাফল্যের নেপথ্যে রয়েছে কয়েক বছরের রক্তজল করা পরিশ্রম। তরুণীর এই সাফল্যের কথা সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশিত হতেই হইচই পড়ে গিয়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় তরুণী দাবি করেছেন, বাড়িটি কেনার পরিকল্পনা থেকে শুরু করে চাবি নেওয়ার দিন পর্যন্ত তাঁর পরিবার এই বিষয়টি সম্পর্কে কিছুই জানতে পারেনি। নিজের একটি বাড়ি হোক এই স্বপ্ন বহু দিন থেকে মনের মধ্যে লালনপালন করে এসেছেন ক্রিস নামের ওই তরুণী। সিঙ্গাপুরের বাসিন্দা তরুণী ভিডিয়োয় বলেছেন, ‘‘আমি সব সময় চেয়েছিলাম আমার নিজের বাড়ি হোক। নিজস্ব সম্পত্তি হোক। ২৭ বছর বয়সের মধ্যেই সেই স্বপ্ন পূরণ হোক এটাই চেয়েছিলাম। ২০২৫ সালের শেষে আমার লক্ষ্যপূরণ করতে পারি।’’

এত কম বয়সে কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার জন্য দিনে ১৮ ঘণ্টা কাজ করতে হয়েছিল ক্রিসকে। সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে তিনি জানান, সপ্তাহের সাত দিনই ১২ থেকে ১৮ ঘণ্টা কাজ করতে হয়েছে। স্থায়ী চাকরির পাশাপাশি, তিনি ফোটো এবং ভিডিয়ো প্রযোজনার ক্ষেত্রে ফ্রিল্যান্সিং করতেন। ক্রিস ১৪ বছর বয়সে কাজ শুরু করেন এবং ১৯ বছর বয়সে বিনিয়োগ শুরু করেন।

Advertisement

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন ক্রিস। তিনি জানিয়েছেন, বাড়ির জন্য প্রতিটি কপর্দকও বুঝেশুনে খরচা করতেন। অত্যন্ত সাদামাঠা জীবন যাপন করতে বাধ্য হয়েছিলেন এই তরুণী। কন্ডোমিনিয়ামটি কেনার জন্য প্রায় ২ লক্ষ ৪০ হাজার সিঙ্গাপুর ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৫ কোটি টাকার বেশি) ডাউন পেমেন্ট করতে হয়েছে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement