Aamir Khan

‘প্রমাণ করে দেখাক, বাচ্চাটা ওর নয়’, আমিরকে ডিএনএ পরীক্ষা করানোর দাবি তাঁর ভাইয়ের

ফৈজ়লের দাবি, জান যে আমিরেরই সন্তান, তার যথেষ্ট প্রমাণ তাঁর কাছে রয়েছে। তাই প্রকাশ্যে আমিরকে ডিএনএ পরীক্ষা করানোর ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিয়েছেন ফৈজ়ল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১৫:৩৭
Share:

আমিরকে নিয়ে পর পর বিস্ফোরক মন্তব্য। ছবি: সংগৃহীত।

ইরা, জ়ুনেইদ ও আজ়াদ ছাড়াও আরও এক সন্তান রয়েছে আমির খানের! দাবি তারকার ভাই ফৈজ়ল খানের। এ বার তিনি দাবি করলেন, ওই গোপন সন্তানের ডিএনএ পরীক্ষা করতে হবে।

Advertisement

ফৈজ়লের দাবি, রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার আগে থেকেই জেসিকা হাইন্‌স নামে এক সাংবাদিকের সঙ্গে সম্পর্কে জড়ান আমির। তাঁদের একটি পুত্রসন্তানও হয়। সেই সন্তানের নাম জান। ফৈজ়লের আরও দাবি, জান যে আমিরেরই সন্তান, তার যথেষ্ট প্রমাণ তাঁর কাছে রয়েছে। তাই প্রকাশ্যে আমিরকে ডিএনএ পরীক্ষা করানোর ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিয়েছেন ফৈজ়ল। তাঁর বক্তব্য, সাহস থাকে তো আমির ডিএনএ পরীক্ষা করে দেখাক।

ফৈজ়ল বলেছেন, “সকলেই জানেন, জেসিকার সঙ্গে সম্পর্ক ছিল এবং ওদের একটি সন্তানও রয়েছে। আমির এটা অস্বীকার করতেই পারবে না। ডিএনএ পরীক্ষা করেই দেখুন না আপনারা! আমি যা যা বলছি, তার সব প্রমাণই আছে আমার কাছে। আমি কিন্তু বানিয়ে বানিয়ে বলছি না!”

Advertisement

আমির যে সম্পর্ক টিকিয়ে রাখতে পারেন না, তা নাকি নিজের চোখেই দেখেছেন তাঁর ভাই। তিনি বলেছেন, “রিনার সঙ্গে যখন ওর বনিবনা হচ্ছে না, তখন আমি ওর ধারেকাছেই ছিলাম। তার পরে ওদের বিবাহবিচ্ছেদ হয়ে গেল।” ‘লগান’ ছবির সময় থেকেই প্রযোজনা সংস্থার কাজ শুরু আমিরের। সেই একই সময়ে রিনার সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হচ্ছিল।

আমির ও রিনার বিবাহবিচ্ছেদ দেখে ভেঙে পড়েছিলেন তিনি, দাবি ফৈজ়লের। নিজেও এই সব দেখে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু আমির ও পরিবার তাঁকে অনবরত বিয়ে করার জন্য জোর করতেন বলেও জানিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement