Vijay Deverakonda Get Summons For Betting App Scam

সপ্তাহের প্রথম দিনেই ইডির তলব! বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে যুক্ত কোন কোন তারকা সমন পেলেন?

বেটিং অ্যাপ কেলেঙ্কারি কি চার দক্ষিণী তারকা অভিনেতার পেশাজীবন এবং ব্যক্তিজীবনে কালো ছায়া ফেলতে চলেছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৫ ১০:৪৭
Share:

কারা ইডির সমন পেলেন? প্রতীকী ছবি।

অবৈধ অনলাইন বেটিং এবং গেমিং প্ল্যাটফর্মের হয়ে প্রচার করেছিলেন দক্ষিণী তারকারা। এই অভিযোগের তদন্তে নেমে এনফোর্স ডিরেক্টরেট (ইডি) তলব করল চার বিশিষ্ট দক্ষিণী তারকা অভিনেতাকে। খবর, ইডির তরফ থেকে হাজিরা দেওয়ার সমন পেয়েছেন বিজয় দেবেরাকোন্ডা, রানা দগ্গুবতী, প্রকাশ রাজ এবং মাঞ্চু লক্ষ্মী।

Advertisement

সমন পেলেন বিজয় দেবেরাকোন্ডা, রানা দাগ্গুবতী, প্রকাশ রাজ, মাঞ্চু লক্ষ্মী। ছবি: সংগৃহীত।

সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, সমনে ২৩ জুলাই দগ্গুবতী, ৩০ জুলাই প্রকাশ রাজ, ৬ অগস্ট দেবেরাকোন্ডা এবং ১৩ অগস্ট লক্ষ্মীকে তদন্তকারী আধিকারিকদের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই সংস্থাটি ২৯ জন অভিনেতা, প্রভাবশালী এবং কন্টেন্ট নির্মাতাদের বিরুদ্ধে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অন্তর্গত ‘এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট’ (ইসিআইআর) নথিভুক্ত করার পরে এই সমন জারি করেছে।

তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের পাঞ্জাগুট্টা, মিয়াপুর, বিশাখাপত্তনম, সূর্যপেট এবং সাইবারাবাদে পুলিশের দায়ের করা এফআইআরের উপর ভিত্তি করে ইসিআইআর তৈরি করা হয়েছে। প্রশাসনের দায়ের করা সমস্ত এফআইআর-এ অভিযোগ করা হয়েছে, বিনোদন দুনিয়ার বেশ কিছু খ্যাতনামী এবং নেটপ্রভাবী অনলাইন জুয়াখেলার পাশাপাশি অনলাইন বেটিং অ্যাপেরও প্রচার করেছেন। খবর, চার অভিনেতা ছাড়াও ইডির নজরে রয়েছেন অভিনেত্রী নিধি আগরওয়াল, প্রণীতা, শ্রীমুখী এবং শ্যামলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement