মা হতে চলেছেন ক্যাটরিনা কইফ? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মা হতে চলেছেন ক্যাটরিনা কইফ! ২০২১ সালের ডিসেম্বর মাসে ভিকি কৌশলকে বিয়ে করেছিলেন ক্যাটরিনা। বিয়ের আসর ঘিরে ছিল কড়া নিরাপত্তা। দেখতে দেখতে বিয়ের চার বছর কাটিয়ে ফেলেছেন তাঁরা। এর মধ্যে একাধিক বার ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর শিরোনামে উঠে এসেছে। আরও এক বার সেই জল্পনা ঘনীভূত হয়েছে। জল্পনায় ঘৃতাহুতি দিয়েছেন স্বয়ং ক্যাটরিনা।
মার্চ মাসের শেষে ক্যাটরিনা ও ভিকিকে একসঙ্গে দেখা গিয়েছিল। বন্ধু করিশ্মা কোহলির বিয়ের প্রীতিভোজে গিয়েছিলেন তাঁরা। নিজের শরীরে ভিকির নামের অস্থায়ী উল্কি করিয়েছিলেন অভিনেত্রী। নজর কেড়েছিল অনুরাগীদের। তার পরে কেটে গিয়েছে তিন মাসের বেশি। অবশেষে আবার একসঙ্গে দেখা গেল ভিকি ও ক্যাটরিনাকে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে হাতে হাত রেখে বেড়াতে যাচ্ছেন ভিকি ও ক্যাটরিনা। ভিকির পরনে সাদা রঙের শার্ট ও নীল ডেনিম প্যান্ট। ক্যাটরিনা পরেছেন সম্পূর্ণ সাদা রঙের কো-অর্ড সেট। এই পোশাক থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু। ক্যাটরিনার পরনে সাদা ঢিলেঢালা শার্ট দেখে অনুরাগীদের প্রশ্ন, অভিনেত্রী কি স্ফীতোদর লুকনোর চেষ্টা করছেন। শুধু তাই নয়, গাড়ি থেকে নেমে এসে কিছুটা ধীর গতিতেই হাঁটছিলেন ক্যাটরিনা। এমনই দাবি অনুরাগীদের। এই ভিডিয়ো দেখে তাঁরা প্রায় নিশ্চিত, এ বার ভিকি ও ক্যাটরিনার কোলে আসতে চলেছে নতুন সদস্য।
গত বছরও অম্বানী পুত্রের বিয়ের সময়ে ক্যাটরিনার পোশাক ও হাঁটাচলা দেখে নেটাগরিকের মনে হয়েছিল, তিনি অন্তঃসত্ত্বা। গত কয়েক বছরে সমাজমাধ্যম ও ছবিশিকারিদের থেকে দূরত্ব তৈরি করেছেন অভিনেত্রী। ছবিও করছেন না, বেশ কিছু দিন হয়ে গিয়েছে। তাই সত্যিই তিনি অন্তঃসত্ত্বা কি না, তা সময়ই বলবে।