Aamir Khan

‘আমি মিথ্যে বলেছি, জোড়হাতে ক্ষমা চাইছি’, কোন অপরাধে প্রকাশ্যে কার কাছে ক্ষমাপ্রার্থী আমির?

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেছিলেন আমির খান। সেখানেই কার কাছে ক্ষমা চাইলেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৭:১৯
Share:

আমির খান ক্ষমা চাইলেন প্রকাশ্যে। ছবি: সংগৃহীত।

প্রকাশ্যে ক্ষমা চাইলেন আমির খান। মিথ্যে কথা বলেছিলেন ‘সিতারে জ়মিন পর’ ছবি মুক্তির আগে। তাই ক্ষমাপ্রার্থী তিনি। নিজেই জানালেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। গত ২০ জুন মুক্তি পায় ‘সিতারে জ়মিন পর’। ছবি মুক্তির আগে প্রচারের সময়ে অভিনেতা বলেছিলেন, কেবলমাত্র প্রেক্ষাগৃহেই দেখা যাবে এই ছবি। ইউটিউবেও আসবে না ‘সিতারে জ়মিন পর’। নিজেই আমির স্বীকার করেছেন, তিনি মিথ্যে বলেছেন।

Advertisement

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে আমির ঘোষণা করেন, তাঁর ছবি ‘সিতারে জ়মিন পর’ ইউটিউবে দেখা যাবে। আমিরের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘আমির খান টকিজ়’-এ ১ অগস্ট থেকে দেখা যাবে এই ছবি। ১০০ টাকা খরচ করে এই ছবি দেখতে হবে। অভিনেতা কি আগে থেকেই জানতেন, এই ছবি ইউটিউবে আসবে? জেনে-বুঝেও কি মিথ্যে বলেছিলেন আমির? এর উত্তরে আমির জোড়হাত করে বলেন, “আমি হাতজোড় করে ক্ষমা চাইছি। কারণ, আমি মিথ্যে বলেছিলাম যে, ‘সিতারে জ়মিন পর’ ইউটিউবে মুক্তি পাবে না। আমার কাছে আর কোনও উপায় ছিল না বলেই এই মিথ্যেটা বলেছিলাম। প্রেক্ষাগৃহের ব্যবসাকে তো আমার রক্ষা করতে হবে। আমি প্রেক্ষাগৃহের প্রতি খুবই দায়বদ্ধ। চলচ্চিত্র থেকেই আমার জীবনের শুরু। তাই নিজের ছবির প্রেক্ষাগৃহের ব্যবসা বাঁচাতে আমি এটা করেছি। তবে মিথ্যে বলার জন্য আমি ক্ষমা চাইছি।”

এই মিথ্যে না বললে, প্রেক্ষাগৃহে ছবি ভাল ব্যবসা করত না বলে জানান অভিনেতা। কয়েক মাস আগেই ইউটিউবে নিজের একটি চ্যানেল ‘আমির খান টকিজ়’-এর সূচনা করেছেন আমির। সাংবাদিক বৈঠকে আমির বলেন, “এই জন্যই ‘সিতারে জ়মিন পর’ আমি ওটিটিকে দিইনি। এই পরিকল্পনাই চলছিল। আমরা ঠিক করেছি, প্রেক্ষাগৃহে ছবি মুক্তি হয়ে যাওয়ার পরে এ বার থেকে ইউটিউবে আমির খান প্রযোজনা সংস্থার অধীনে ছবিগুলি মুক্তি পাবে। প্রতিটি ছবি ১০০ টাকার বিনিময়ে দেখা যাবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement