Fatima Sana Shaikh

‘পুরুষেরাও বিষাক্ত সম্পর্কে থাকেন, ওঁরাও পুরুষতন্ত্রের শিকার’, বিজয়ের সঙ্গে গুঞ্জনের মাঝেই কেন বললেন ফাতিমা?

গত কয়েক দিনে ফাতিমা ও বিজয় বর্মার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বলিউডে। বিজয় এর আগে তমন্না ভাটিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৬:০৮
Share:

বিজয়ের সঙ্গে সম্পর্কের গঞ্জনের মধ্যেই মন্তব্য ফাতিমার। ছবি: সংগৃহীত।

পুরুষেরাও পুরুষতন্ত্রের শিকার। মত ফাতিমা সানা শেখের। বিভিন্ন বিষয় নিয়ে বরাবরই স্পষ্ট মতামত রাখেন ফাতিমা। লিঙ্গ সাম্যের কথাও উঠে এসেছে তাঁর মুখে একাধিক বার। এ বার তিনি দাবি করলেন, পুরুষেরাও অনেক ক্ষেত্রে পুরুষতন্ত্রের শিকার হয়ে থাকেন।

Advertisement

সম্প্রতি ‘মেট্রো ইন দিনো’ ও ‘আপ য্যায়সা কোই’ ছবিতে অভিনয় করেছেন ফাতিমা। দ্বিতীয় ছবিতে এক বাঙালি প্রগতিশীল মহিলার বেশে অভিনয় করেছেন তিনি। বিপরীতে ছিলেন আর মাধবন। মাধবন অভিনীত চরিত্রের মধ্যে দিয়ে পুরুষতান্ত্রিক মানসিকতা দেখানো হয়েছে। এই প্রসঙ্গেই ফাতিমা জানিয়েছেন, বহু পুরুষ পুরুষতন্ত্রের শিকার। তিনি সম্প্রতি সাক্ষাৎকারে বলেছেন, “বিষাক্ত সম্পর্কে পুরুষেরাও থাকেন। কিন্তু অদ্ভুত বিষয় হল, কোনও বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে নিজেদের কথা জানালে তাঁদের নিয়ে হাসাহাসি করা হয়। এটাও পুরুষতন্ত্রের একটা দিক। তার কারণ, পুরুষতন্ত্রই শিখিয়ে দিয়েছে, পুরুষদের কাঁদতে নেই।”

ফাতিমা আরও বলেন, “‘পরিবারের খেয়াল রাখি। সকলের খেয়াল রাখি।’ পুরুষদের যেন এই একটাই লক্ষ্য। তাঁদের কোনও অভিযোগ থাকতে পারে না। পুরুষরা দুর্বল হতেই পারে না। তাই শুধুই মহিলারা পুরুষতন্ত্রের শিকার, সেটা বলা যায় না।”

Advertisement

সম্পর্কে দু’জনের বোঝাপড়া নিয়েও কথা বলেছেন ফাতিমা। তিনি বলেন, “সম্পর্কে সমতা বজায় রাখা খুব জরুরি। আমাকে পুরুষ হয়ে উঠতে হবে না। আমি নিজের নারী সত্ত্বা ধরে রাখতে চাই। আর আমার সঙ্গে যে পুরুষ থাকবেন, তিনিও যেন তাঁর মতোই থাকেন। আমরা পরস্পরকে কখনওই বদলে ফেলতে চাইব না। কারণ, নিজেদের বৈশিষ্ট্যগুলির জন্যই আমরা পরস্পরকে ভালবেসেছি। তাই প্রথমে পরস্পরকে সম্মান করাটা জরুরি। সেটা থাকলে বাকি সব কিছু ঠিক থাকে।”

উল্লেখ্য, গত কয়েক দিনে ফাতিমা ও বিজয় বর্মার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বলিউডে। বিজয় এর আগে তমন্না ভাটিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্ক ভাঙার কয়েক মাসের মধ্যেই ফাতিমার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement