Farha Khan

ছেলে নয়, দুই মেয়েকে কড়া শাসনে রাখেন ফারহা! এত বড় হয়েও অনুমতি নিতে হয় কোন কাজে?

আগামী বছর কলেজে পা দেবেন ফারহা খানের তিন সন্তান। কিন্তু অন্য তারকা সন্তানদের মতো নয় তারা। বরং ছেলেমেয়েকে মানুষ করার ধরন খানিক আলাদা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ১৪:৩৭
Share:

ফারহার সন্তানদের কোন জিনিসে রয়েছে বারণ। ছবি: সংগৃহীত।

বলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ। নায়িকা না হয়েও প্রচারের আলো নিজের দিকে ঘোরাতে সক্ষম হয়েছেন ফারহা খান। ২০০৪ সালে ৪ ডিসেম্বর ‘ম্যায় হুঁ না’ ছবির সম্পাদক শিরীষকে বিয়ে করেন ফারহা। কৃত্রিম প্রজননের সাহায্য নিয়ে তাঁরা একসঙ্গে তিন সন্তানের অভিভাবক হন ২০০৮ সালে। ফারহার এক ছেলে ও দুই মেয়ে। আগামী বছর ভোটাধিকার পাবে তারা, হবে প্রাপ্তবয়স্ক। কিন্তু ,অন্য তারকা- সন্তানদের মতো নয়, বরং ছেলেমেয়েকে মানুষ করার ধরন খানিক আলাদা। মা হিসেবে তিনি বেশ কড়া। শাসনেই রাখেন ছেলেমেয়েদের।

Advertisement

সদ্য ১৭ বছরের জন্মদিন পালন করেছে ফারহা-শিরীষের তিন ছেলেমেয়ে। জানা গিয়েছে, এত বছরেও কোনও দিন ফারহার মেয়েরা রূপটানের জন্য কোনও প্রসাধনী ব্যবহার করে না। এমনকি ক্লাবেও দেখা যায় না তাদের। ফারহার কথায়, ‘‘আমি মা হিসেবে বেশ কড়া। আমার অনুমতি ছাড়া ওরা কোথাও বেড়াতে যেতে পারে না। এমনকি পানশালা বা পার্টিতেও যায় না। যে কোনও উদ্‌যাপনের আয়োজন হয় বাড়িতে। কোনও প্রসাধনী নেই ওদের। পড়াশোনা নিয়ে ব্যস্ত।’’

তবে কড়া হলেও ফারহা বন্ধুর মতো মেলামেশা করেন মেয়েদের সঙ্গে। যাতে তাঁদের ব্যক্তিগত জীবনের কথা জানতে পারেন। অন্য দিকে ছেলেকে ছোটবেলা থেকেই শিখিয়েছেন মেয়েদের সম্মান করতে। বোনদের সম্মানের দিকে খেয়াল রাখার দায়িত্বও তিনি ছেলেকে দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement