Farida Jalal in Romeo

‘দুঃস্বপ্নেও ভাবতে পারিনি!’ ফরিদা জালালের মুখের ভাষা শুনে স্তম্ভিত নেটমহল, শাহিদকে ছাপিয়ে গেলেন!

মোটামুটি নব্বইয়ের দশক থেকে বলিউড তাঁকে মায়ের চরিত্রে দেখতেই অভ্যস্ত। ‘রোমিও’ ছবিতে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পাওয়া ছবির প্রচার ঝলকে তাঁকে দেখে অনেকেই বলেছেন, ‘‘দুঃস্বপ্নেও ভাবতে পারিনি এটা হবে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ২০:০৯
Share:

ফরিদা জালাল। ছবি: সংগৃহীত।

বর্ষীয়ান অভিনেত্রী ফরিদা জালাল। পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন হিন্দি সিনেমায়। প্রথম দিকের ছবিতে দ্বিতীয় নায়িকা, কখনও নায়কের আদুরে বোন হতেন। নব্বইয়ের দশক থেকে মায়ের চরিত্রেই বেশি দেখা গিয়েছে তাঁকে। তবে ‘রোমিও’ ছবিতে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পাওয়া ছবির প্রচার ঝলকে তাঁকে দেখে অনেকেই বলেছেন, ‘‘দুঃস্বপ্নেও ভাবতে পারিনি এটা হবে।’’

Advertisement

বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’-তে একেবারে অন্য ভাবে দেখা যাবে তাঁকে। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন শাহিদ কপূর। খানিকটা প্রেমে পাগল, বদমেজাজি প্রেমিকের চরিত্রে দেখা যাবে তাঁকে। শাহিদের চোখে মুখে রক্ত, শরীরে উল্কি। তবে শাহিদ একা নন, সঙ্গে রয়েছেন আরও তিন নায়িকা। তৃপ্তি ডিমরি, তমন্না ভাটিয়া ও দিশা পটানি। তবে ছবিতে সকলকে চমকে দিতে পারেন নাকি ফরিদা জালাল। টিজ়ারে তাঁর মুখে গালিগালাজের সংলাপ। তাঁর এত বছরের কেরিয়ারের কোনওদিনও একটা কটু কথা শোনা যায়নি। সেখানেই এখানে যেন নিজের এত বছরের ভাবমূর্তিকে ভেঙে দিলেন ফরিদা। কেউ লিখছেন, ‘‘ বিশাল ভরদ্বাজ ফরিদা জালালকে দিয়ে গালিগালাজ় করিয়ে দিলেন।’’ কেউ লিখছেন, ‘‘যা দেখছি তা কি সত্যি!’’ এমনিতেই ‘কবীর সিংহ’ ছবির পরে আর সে ভাবে শাহিদের কোনও ছবি নিয়ে আলোচনা হয়নি। মাঝে দুটি ছবি মুক্তি পেয়েছিল তাঁর। কিন্তু বক্সঅফিসে সে ভাবে সাফল্য আসেনি। ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা এই ছবি আবার নায়ককে ফিরিয়ে দিতে পারে সেই সাফল্য। বিশাল এবং শাহিদ জুটি আগে বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছে দর্শককে। নতুন ভাবে শাহিদকে দেখতে আগ্রহী দর্শক। ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement