Fatima Sana Shaikh

ফের করোনা হানা বলিউডে, আক্রান্ত ফতিমা সানা শেখ

আক্রান্ত হওয়ার পর থেকে সব রকম সাবধানতা মেনে চলেছেন সানা। এ কথা নিজেই ইনস্টাগ্রামের মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২১ ১২:০৫
Share:

ফতিমা সানা শেখ।

ফের করোনা হানা বলিউডে। কোভিডে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ফতিমা সানা শেখ। আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি।

আক্রান্ত হওয়ার পর থেকে সব রকম সাবধানতা মেনে চলেছেন সানা। এ কথা নিজেই ইনস্টাগ্রামের মাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘আমি কোভিড আক্রান্ত হয়েছি। সব রকম সাবধানতা এবং নিয়ম মেনে বাড়িতে নিভৃতবাসে রয়েছি। সকলের শুভ কামনার জন্য ধন্যবাদ। সাবধানে থাকুন’।

মুম্বইতে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই ছাপ পড়েছে বলিউডেও। এই ভাইরাস বাসা বাঁধছে একের পর এক অভিনেতার শরীরে। সম্প্রতি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আমির খান, বিক্রান্ত মাসে, পরেশ রাওয়াল, কার্তিক আরিয়ান, রোহিত শ্রফ, রণবীর কপূর এবং মনোজ বাজপেয়ীর মতো তারকারা।

Advertisement

ফতিমার ইনস্টাগ্রাম স্টোরি।

ফতিমাকে শেষ দেখা গিয়েছিল অনুরাগ বসুর ‘লুডো’ এবং ‘সুরজ পে মঙ্গল ভারি’ ছবিতে। ভবিষ্যতে তাঁকে দেখা যাবে ‘আজিব দাস্তান্স’ ছবিতে। এই ছবির প্রযোজক কর্ণ জোহর। চারটি ছোট ছবিকে মিলিয়ে তৈরি হবে ‘আজিব দাস্তান্স’। আগামী ১৬ এপ্রিল মুক্তি পাবে এই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement