Fatima Sana Shaikh

অবশেষে সম্পর্কে সিলমোহর! সত্যিই তমন্নাকে ভুলে ফাতিমার সঙ্গে প্রেমে রয়েছেন বিজয় বর্মা?

সম্প্রতি মুম্বইয়ের টিনসেল টাউনে ভেসে বেড়াচ্ছে এই গুঞ্জন। তমন্নার সঙ্গে প্রেম ভাঙার পরে নাকি ফাতিমাকেই মন দিয়েছেন বিজয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৩:৫১
Share:

তমন্নাকে ভুলে ফাতিমার প্রেমে বিজয়? ছবি: সংগৃহীত।

বিজয় বর্মার সঙ্গে প্রেমে সিলমোহর দিলেন ফাতিমা সানা শেখ? অভিনেত্রীর ভাগ করে নেওয়া নতুন ছবি দেখে এমনই জল্পনা বি-টাউনে। সম্প্রতি মুম্বইয়ের টিনসেল টাউনে ভেসে বেড়াচ্ছে এই গুঞ্জন। তমন্নার সঙ্গে প্রেম ভাঙার পরে নাকি ফাতিমাকেই মন দিয়েছেন বিজয়।

Advertisement

এই জল্পনা আরও ঘনীভূত হল ফাতিমা সানা শেখের নতুন পোস্টে। বড় পর্দায় ফের মুক্তি পেয়েছে রেখার ‘উমরাও জান’। সেই ছবির প্রদর্শনে গিয়েছিলেন ফাতিমা। সঙ্গে ছিলেন বিজয়ও। প্রদর্শনের অনুষ্ঠান থেকে বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তার মধ্যে বেশ কিছু ছবিতে ফাতিমার সঙ্গে রয়েছেন বিজয়ও। একটি ছবিতে স্পষ্ট, প্রেক্ষাগৃহে বিজয়ের পাশে বসেই ছবিটি দেখেছেন ফাতিমা। ছবিগুলিতে তাঁদের সঙ্গে দেখা যাচ্ছে রেখা, তব্বু, জ্যাকি শ্রফ, নুসরত ভরুচা, মণীশ মলহোত্রদেরও।

ছবিগুলি ভাগ করে ফাতিমা লিখেছেন, “বড় পর্দায় ‘উমরাও জান’ দেখলাম। কী অসাধারণ অভিজ্ঞতা হল। যত বার পর্দায় রেখাজিকে দেখলাম, অভিভূত হয়ে গেলাম। ওঁর চোখ, ওঁর মাধুর্য..... চোখ ফেরানোই যায় না। ওঁর প্রেমে পড়ে গিয়েছি।”

Advertisement

ফাতিমার ভাগ করা নেওয়া ছবিগুলি দেখেই বিজয়ের সঙ্গে তাঁর প্রেম নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও এখনও এই নিয়ে মুখ খোলেননি কেউই।

তমন্না ভাটিয়ার সঙ্গে দীর্ঘ দু’বছর সম্পর্কে ছিলেন বিজয়। কয়েক মাস আগে সম্পর্ক ভেঙে যায়। শোনা যায়, তমন্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু বিয়ের জন্য প্রস্তুত নন বলে নাকি সম্পর্ক থেকে বেরিয়ে আসেন বিজয়। অন্য দিকে, এক সময়ে আমির খানের সঙ্গে নাম জড়িয়েছিল ফাতিমা সানা শেখের। কিছুদিন আগে আমিরও তাঁর নতুন প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়েছেন। তাই নেটাগরিকের প্রশ্ন, এ বার কি ফাতিমাও নতুন সম্পর্কে থিতু হতে চাইছেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement