সলমন, গোবিন্দ, চিত্রাঙ্গদার পারিশ্রমিক কত? ছবি: সংগৃহীত।
২০২৬-এ মুক্তি পেতে চলেছে সলমন খানের ছবি ‘ব্যাটল অফ গলওয়ান’। ছবিমুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অভিনেতার অনুরাগীরা। ২০২৫ সালে তারকার ‘সিকন্দর’ মুক্তি পেয়েছিল। কিন্তু তা মুখ থুবড়ে পড়ে বক্সঅফিসে। তাই এই ছবি নিয়ে অনুরাগীদের প্রত্যাশা তুঙ্গে। লরেন্স বিশ্নোইয়ের হুমকির মাঝেই এই ছবির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। তার জন্য বড় অঙ্কের পারিশ্রমিকও নিচ্ছেন সলমন। বাকি অভিনেতারাই বা কত করে পাচ্ছেন?
এই চরিত্রের জন্য সলমন শারীরিক বদলও ঘটিয়েছেন। নিয়মিত শরীরচর্চা করেছেন। সাধারণত অভিনেতা ১০০ থেকে ১৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। জানা গিয়েছে, এই ছবির জন্য ১১০ কোটি টাকা নিচ্ছেন তিনি।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গোবিন্দ। বাস্তবে গোবিন্দ ও সলমনের ব্যক্তিগত সম্পর্ক বেশ ভাল। দুই তারকা বহু দিন পরে এক ছবিতে। সাধারণত গোবিন্দের পারিশ্রমিক ৫-৬ কোটি টাকা। কিন্তু এই ছবিতে আর একটু বেশি টাকা পাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে ‘ব্যাটল অফ গলওয়ান’-অভিনয় করে ৮ কোটি টাকা পাচ্ছেন তিনি।
সলমনের সঙ্গে এই প্রথম অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিংহ। তিনিও রয়েছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। সাধারণত ১ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। কিন্তু এই ছবির জন্য নাকি তিনি ২ কোটি টাকা পাচ্ছেন।
‘হসিনা’, ‘জ়ঞ্জীর’, ‘এ সুটেবল বয়’ ছবিতে অভিনয় করেছেন অঙ্কুর ভাটিয়া। এই ছবিতে তিনি রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। শোনা যাচ্ছে, তিনি পাচ্ছেন ১.৫ কোটি টাকা পারিশ্রমিক।
‘সিকন্দর’-এ অভিনয় করেছিলেন অভিলাষ চৌধুরী। তিনি এই ছবিতেও রয়েছেন এবং এই ছবিতে ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক পাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
ইয়ো ইয়ো হনী সিংহের ‘মিলিয়নিয়ার’ মিউজ়িক ভিডিয়োয় দেখা গিয়েছিল হীরা সোহালকে। তিনি এই ছবিতে অভিনয় করে ১ কোটি টাকা পাচ্ছেন। যদিও নির্মাতাদের পক্ষ থেকে পারিশ্রমিকের বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি। এ বছরের ১৭ এপ্রিল এই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।