রং দিয়ে যায় চেনা...

বিশ্বকাপ ফুটবল নিয়ে টলিউডের নতুন দলবাজিএক দল ব্রাজিল বদলা নেবে বলে চেঁচাচ্ছে। আর এক দলের বক্তব্য, মেসির কেরামতির ধারে কাছে কেউ নেই।

Advertisement
শেষ আপডেট: ২০ জুন ২০১৮ ০০:২৭
Share:

অনুপম, পরমব্রত এবং পার্নো। ছবি: সুদীপ্ত চন্দ; পার্নোর মেকআপ: মৈনাক দাস।

গোটা কলকাতা কয়েকটা রঙে বিভক্ত। কেউ ব্রাজিলের হয়ে গলা ফাটাচ্ছেন, কেউ আর্জেন্টিনা। জার্মানি, স্পেন, পর্তুগালের ভক্তরাও কম নন। একই ছবি টলিউডেও। সিনেমার মিটিংয়ের ফাঁকেই ঢুকে পড়ছে ওয়ার্ল্ড কাপ। এক দল ব্রাজিল বদলা নেবে বলে চেঁচাচ্ছে। আর এক দলের বক্তব্য, মেসির কেরামতির ধারে কাছে কেউ নেই।

Advertisement

ফুটবলের টানে রাশিয়া পা়ড়ি দিয়েছেন উপল সেনগুপ্ত। ব্রাজিলের কট্টর সাপোর্টার তিনি। ছেলে মিশুককে নিয়ে রাশিয়া যাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। তবে বাবা-ছেলের পছন্দের টিম কিন্তু আলাদা। মিশুকের পছন্দ আর্জেন্টিনা। বাবার পছন্দ ব্রাজিল। ফাইনাল এই দুই টিমের মধ্যে হলে জমে যাবে, বলছেন প্রসেনজিৎ।

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল অনেকেরই স্বপ্ন। তবে গায়ক অনুপম রায়ের বাজি কিন্তু এ বারেও জার্মানি। গত বারের চ্যাম্পিয়ন বলে কথা! এই মুহূর্তে ইউরোপ ঘুরছেন অনুপম। মস্কোও হয়ে যাক? ‘‘বিয়েবাড়ির সঙ্গে ছুটি প্যাকেজ করে ঘুরতে এসেছি। এর পরে আমেরিকা যাওয়ার কথা। ঘুরতে ঘুরতেই ম্যাচ আপডেট রাখতে হবে,’’ বলছেন অনুপম। জার্মানির এক খুদে সাপোর্টার ঋতব্রত মুখোপাধ্যায়।

Advertisement

ব্রাজিলের হয়ে কলকাতায় গলা ফাটানোর লোক বোধহয় সবচেয়ে বেশি। পার্নো মিত্র যেমন এ বারেও ব্রাজিলের হয়েই লড়ছেন। ঘনিষ্ঠরা ইয়ার্কি করে বলছেন, গত বারের পরও শিক্ষা হয়নি তাঁর! ‘‘আগের বার ব্রাজিল সাত গোল খাওয়ার পরে সকলে মিলে আমাকে ‘সাত ভাই চম্পা’ বলে খ্যাপাত। সে যাই বলুক, ব্রাজিল আমার টিম,’’ আত্মবিশ্বাসী পার্নো। ব্রাজিল অনেকের কাছেই ‘আমাদের টিম’। পাওলি দাম, ঋত্বিক চক্রবর্তী, ঋদ্ধি সেন, উষসী চক্রবর্তীর ভোট ব্রাজিলের দিকেই।

আর্জেন্টিনার দলও কম ভারী নয়। পরমব্রত চট্টোপাধ্যায় আর্জেন্টিনার কট্টর সমর্থক। ‘‘ক্লাস নাইন থেকে আমি আর্জেন্টিনার সাপোর্টার।’’ মেসি ভক্ত পরমব্রতর বক্তব্য, ‘‘এটা মেসির শেষ ওয়র্ল্ড কাপ। তাই ওঁর হাতেই কাপ উঠুক, মনে প্রাণে চাইব। বেশ টেনশনে আছি কিন্তু!’’ টলিউ়ডে আর্জেন্টিনার হয়ে খেলছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়রা।

রাশিয়া ছাড়াও ওয়র্ল্ড কাপ আর এক জায়গায় চলছে। সেটা সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, টুইটারেই চলছে একে অপরকে ঠোকাঠুকি। সুইৎজ়ারল্যান্ডের সঙ্গে ব্রাজিল ম্যাচ ড্র করার পরেই ফেসবুক ভরে যায় গুচ্ছের ব্যাঙ্গাত্মক পোস্টে। আর্জেন্টিনা-ভক্ত রাহুল যেমন নিজের ওয়ালে পোস্ট করেছেন, ‘নেমারকে বারবার ট্যাকল করার প্রতিবাদে নবান্ন ঘেরাও’। পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য নিজের ওয়ালে আর্জেন্টিনাকে বিজয়ী ঘোষণা করেই দিয়েছেন। তবে আর্জেন্টিনার পেনাল্টি মিস করা নিয়ে ‘ধন্যি মেয়ে’ ছবিতে উত্তমকুমারের সংলাপ ‘বগা বাইরে মার, আমরা পেনাল্টিতে গোল দিই না’ মিম এখনও পর্যন্ত সেরা বলে উল্লেখ করলেন পরমব্রত।

স্পেন, পর্তুগাল, ফ্রান্সের সমর্থকও কম নয়। সিআর সেভেনের ভক্তসংখ্যাও প্রচুর। সুজিত সরকার যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, বেলজিয়াম সকলের হয়েই গলা ফাটাবেন। রাশিয়া পৌঁছে গিয়েছেন তিনি। সেখান থেকে জানালেন, ‘‘একদম প্রথম ম্যাচ থেকেই এখানে আছি। সাপোর্ট তো অনেক টিমকেই করি। আসল কথা হল ভাল খেলা উপভোগ করা।’’

সার কথাই বলেছেন তিনি। সবার উপরে ফুটবল সত্য...

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন