সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস। ছবি: সংগৃহীত।
পদার্থবিদ্যায় উচ্চশিক্ষার পর গবেষণার সুযোগ খুঁজছেন? কলকাতার সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস চাইছে এমন গবেষক। ওই সংস্থায় গবেষণার জন্য রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। শূন্যপদ একটি।
পদার্থবিদ্যায় পিএইচডি ডিগ্রি এবং ডেনসিটি ফাংশানাল থিয়োরি (ডিএফটি) ক্যালকুলেশন, মডেল হ্যামিলটোনিয়ানস নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকা প্রয়োজন। জানতে হবে টুইস্টেড সেমিকন্ডাক্টর হোমো অ্যান্ড হেটেরবাইলেয়ারস সম্পর্কেও। নিযুক্তকে কাজ করতে হবে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর অর্থপুষ্ট প্রকল্পে।
তবে, নিযুক্ত রিসার্চ অ্যাসোসিয়েট-এর বয়স কত হতে হবে, সেই সম্পর্কে কোনও তথ্য রাষ্ট্রায়ত্ত সংস্থা জানায়নি। নিযুক্তের জন্য ৫৮ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। এ ছাড়াও, ২৯ মার্চ, ২০২৬ পর্যন্ত ওই কাজে তাঁকে বহাল রাখা হবে।
আগ্রহীদের ই-মেল মারফত জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রের মতো নথি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২০ ডিসেম্বর। কোন পদ্ধতিতে যোগ্যতা যাচাই হতে চলেছে, তা বাছাই করা প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।