Apprentice Recruitment 2025

ইঞ্জিনিয়ারেরা পাবেন শিক্ষানবিশির সুযোগ! প্রশিক্ষণ দেবে রাষ্ট্রায়ত্ত সংস্থা, আবেদন কী ভাবে?

২০২২ কিংবা তার পরবর্তী শিক্ষাবর্ষে যাঁরা ইঞ্জিনিয়ারিং শাখার কিছু নির্দিষ্ট বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা আবেদনের সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৮:৩০
Share:

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, বেঙ্গালুরু। ছবি: সংগৃহীত।

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ শিক্ষানবিশ নিয়োগ করা হবে। নিযুক্তদের প্রশিক্ষণ চলবে প্রতিষ্ঠানের গাজিয়াবাদ দফতরে। শূন্যপদ ৮৪টি।

Advertisement

মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকদের শিক্ষানবশি (অ্যাপ্রেন্টিস) হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২২ কিংবা তার পরবর্তী শিক্ষাবর্ষে যাঁরা উল্লিখিত বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা আবেদনের সুযোগ পাবেন।

প্রশিক্ষণে আগ্রহীদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। এক বছরের চুক্তিতে প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১৭,৫০০ টাকা ভাতা হিসাবে দেওয়া হবে।

Advertisement

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য আগে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের (ন্যাটস) পোর্টালের মাধ্যমে প্রার্থীদের নাম নথিভুক্তিকরণ সম্পন্ন করে নিতে হবে। তারপর ওই পোর্টালের মাধ্যমে ২৫ ডিসেম্বরের মধ্যে আবেদন পাঠাতে হবে। ইন্টারভিউ হতে চলেছে ১৬ এবং ১৭ জানুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement