ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, বেঙ্গালুরু। ছবি: সংগৃহীত।
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ শিক্ষানবিশ নিয়োগ করা হবে। নিযুক্তদের প্রশিক্ষণ চলবে প্রতিষ্ঠানের গাজিয়াবাদ দফতরে। শূন্যপদ ৮৪টি।
মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকদের শিক্ষানবশি (অ্যাপ্রেন্টিস) হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২২ কিংবা তার পরবর্তী শিক্ষাবর্ষে যাঁরা উল্লিখিত বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা আবেদনের সুযোগ পাবেন।
প্রশিক্ষণে আগ্রহীদের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। এক বছরের চুক্তিতে প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ১৭,৫০০ টাকা ভাতা হিসাবে দেওয়া হবে।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য আগে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের (ন্যাটস) পোর্টালের মাধ্যমে প্রার্থীদের নাম নথিভুক্তিকরণ সম্পন্ন করে নিতে হবে। তারপর ওই পোর্টালের মাধ্যমে ২৫ ডিসেম্বরের মধ্যে আবেদন পাঠাতে হবে। ইন্টারভিউ হতে চলেছে ১৬ এবং ১৭ জানুয়ারি।