— প্রতিনিধিত্বমূলক চিত্র।
বায়োলজিক্যাল সায়েন্সেস শাখার কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন? ইন্টার্নশিপের সুযোগ দেবে ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর) অধীনস্থ ওই সংস্থায় কেন্দ্রের অর্থপুষ্ট প্রকল্পে ইন্টার্ন প্রয়োজন। শূন্যপদ দু’টি।
উল্লিখিত পদে নিযুক্তেরা অ্যানিমেল সেল কালচার, রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি, ভায়রোলজিক্যাল মেথডস নিয়ে কাজ শেখার সুযোগ পাবেন। তবে, মোট দু’মাসের জন্য তাঁরা প্রশিক্ষণ নিতে পারবেন।
প্রশিক্ষণ চলাকালীন তাঁদের ৫,০০০ টাকা প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে পাবেন। ইন্টার্নশিপের কাজ শুরু হবে ১ জানুয়ারি, ২০২৬-তে।
নিযুক্তেরা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর অধীনে কাজ করার সুযোগ পাবেন। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এ জন্য প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। ২২ ডিসেম্বর আবেদনের শেষ দিন।