নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার। ছবি: সংগৃহীত।
পদার্থবিদ্যা, রসায়ন, বায়োসায়েন্স-এর মতো বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন? বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম দেবে চাকরির সুযোগ।
ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-এর অধীনস্থ ওই সংস্থার উত্তরবঙ্গের দফতরে সায়েন্স কমিউনিকেটর প্রয়োজন। আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং কমিউনিকেশন স্কিল টেস্ট-এর মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তবে, শূন্যপদ ক’টি, সেই সম্পর্কিত কোনও তথ্য জানায়নি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম।
২০২২ থেকে ২০২৫-এর মধ্যে পদার্থবিদ্যা, রসায়ন, বায়োসায়েন্স-এ স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা ওই পদে আবেদনের সুযোগ পাবেন। নিযুক্তদের প্রতি মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। ওই পত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র-সহ আনুষঙ্গিক নথি পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ৪ জানুয়ারি।