Entertainment News

আসছে ‘বক্সার’, চমক দিতে পারেন রিয়া

এই ছবির সঙ্গীত পরিচালক সমিধ মুখোপাধ্যায়। তিনি এই ছবির একটি বিশেষ গানের কথা বলেছেন। জানিয়েছেন রিয়ার কথা। কে এই রিয়া?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৮ ১৬:১৬
Share:

‘নেশা নেশা...’ গানটির একটি দৃশ্যে রিয়া।

বক্সিং রিং নিয়ে বড়পর্দায় গল্প টলিউডে নতুন নয়। তবে সঞ্জয় বর্ধন পরিচালিত ‘বক্সার’ নাকি নতুন টেস্ট দেবে দর্শকদের। অন্তত টিম ‘বক্সার’ তেমনটাই দাবি করছে।

Advertisement

আগামী ৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। সৌমিত্র চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, এনা সাহা, শঙ্কর চক্রবর্তী, লাবণী সরকার, সুদীপ মুখোপাধ্যায়ের অভিনয় দেখার সুযোগ মিলবে এই ছবিতে। ‘বক্সার’-এ ডেবিউ করছেন শেখর।

এই ছবির সঙ্গীত পরিচালক সমিধ মুখোপাধ্যায়। তিনি এই ছবির একটি বিশেষ গানের কথা বলেছেন। জানিয়েছেন রিয়ার কথা। কে এই রিয়া?

Advertisement

আরও পড়ুন, ‘বাবা-মাকে নিয়ে ময়ূরাক্ষী দেখতে আসুন’

সমিধের কথায়, ‘‘নেশা নেশা করে কেন মন যে জানি না- গানটা তৈরির সময় কার ওপর পিকচারাইজেশন হবে, সেটাতে আমরা খুব গুরুত্ব দিয়েছিলাম। রিয়া, অর্থাত্ যাকে স্ক্রিনে দেখবেন, তার সঙ্গে অ্যাজ আ মিউজিক ডিরেক্টর আমি তো ক্লোজ হয়েইছি, আপনারাও হবেন। হোয়াট আ পারফরম্যান্স!’’

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement