Rakesh Roshan Health Update

অসুস্থ রাকেশ রোশন! হাসপাতালে চিকিৎসা চলছে পরিচালকের, ঠিক কী হয়েছে হৃতিকের বাবার?

মুম্বইয়ের হাসপাতালে ভর্তি পরিচালক। অসুস্থতার খবর জানিয়েছেন তাঁর মেয়ে সুনয়না রোশন। যদিও হৃতিকের তরফে কোনও বিবৃতি মেলেনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৩:৫০
Share:

অসুস্থ রাকেশ রোশন। ছবি: সংগৃহীত।

বলিউডে যেন শনির দশা। একের পর এক অঘটন। আগামী এক মাস বিশ্রামে থাকতে হবে শাহরুখ খানকে। পেশিতে চোট পেয়েছেন অভিনেতা। এ বার খবর পাওয়া গেল, পরিচালক রাকেশ রোশনও হাসপাতালে। পরিচালকের অসুস্থতার খবরে সম্মতি জানিয়েছেন মেয়ে সুনয়না রোশন। যদিও হৃতিকের তরফে কোনও বিবৃতি মেলেনি।

Advertisement

গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন রাকেশ। ১৬ জুন যন্ত্রণা বাড়তেই কোকিলাবেন হাসপাতালে ভর্তি করানো হয়। মেয়ে সুনয়না জানিয়েছেন, তাঁর বাবার সদ্য ঘাড়ে অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে। প্রাথমিক পর্যায়ে আইসিইউতে রাখা হয়েছিল। কিন্তু এখন অনেকটা সুস্থ তিনি। তাই সাধারণ বিভাগে স্থানান্তিরত করা হয়েছে। চিন্তার কোনও কারণ নেই ঠিকই, তবে দিন কয়েক চিকিৎসকদের পরামর্শ মতো কড়া পর্যবেক্ষণে থাকতে হবে। বাবাকে এর মধ্যে বেশ কয়েক বার হাসপাতালে দেখতেও এসেছেন হৃতিক।

গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, ‘কৃশ’ সিরিজ়ের নতুন ছবি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন রাকেশ। এর আগে সিরিজ়ের তিনটি ছবি পরিচালনা করেছিলেন তিনি। এ বারে ছেলের কাঁধে দিয়েছেন পরিচালনার দায়িত্ব। অর্থাৎ, তাঁর ২৫ বছরের বলিউড কেরিয়ারে এই প্রথম হৃতিক কোনও ছবি পরিচালনা করতে চলেছেন। রাকেশের সঙ্গে ‘কৃশ ৪’-এ প্রযোজক হিসেবে জুটি বেঁধেছে যশরাজ ফিল্মস। রাকেশ রোশন হৃতিকের সঙ্গে সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘‘ডুগ্গু, ২৫ বছর আগে আমি তোমাকে অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলাম। এ বার আমি তোমাকে পরিচালক হিসেবে লঞ্চ করছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement