মাতৃত্ব আর বন্ধুত্বের গল্প নিয়ে হাজির নতুন মহিলা পরিচালক

পেশায় সাইকোলজির অধ্যাপক রেমা এর আগে শর্টফিল্ম এবং তথ্যচিত্র তৈরি করলেও ফিচার ফিল্ম এই প্রথম। ছবির নাম ‘ভাগ শেষ’। অভিনয়ে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রিয়ঙ্কা সরকার, মালবিকা সেন, কৌশিক রায়, শুভ্রজিৎ দত্ত, অম্বরীশ ভট্টাচার্য। ‘ভাগ শেষ’ ইতিমধ্যেই বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রশংসিত।

Advertisement
শেষ আপডেট: ০৫ জুন ২০১৮ ০০:১২
Share:

ছবির দৃশ্য

নয় নয় করে বেশ কয়েক জন মহিলা পরিচালক রয়েছেন টলিউডে। তাঁদের মধ্যে নবতম সংযোজন রেমা বসু। সিনেমার সঙ্গে যোগ না থাকলেও সঙ্গীত জগতের সঙ্গে তাঁর নিবিড় যোগ। তিনি শিল্পী জয়ন্ত বসুর কন্যা।

Advertisement

পেশায় সাইকোলজির অধ্যাপক রেমা এর আগে শর্টফিল্ম এবং তথ্যচিত্র তৈরি করলেও ফিচার ফিল্ম এই প্রথম। ছবির নাম ‘ভাগ শেষ’। অভিনয়ে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রিয়ঙ্কা সরকার, মালবিকা সেন, কৌশিক রায়, শুভ্রজিৎ দত্ত, অম্বরীশ ভট্টাচার্য। ‘ভাগ শেষ’ ইতিমধ্যেই বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রশংসিত।

প্রথম ছবির বিষয় হিসেবে পরিচালক সম্পর্কের গল্পকে বাছাই করেছেন। বলছিলেন, ‘‘মাতৃত্ব আর বন্ধুত্ব গল্পের দুই স্তম্ভ।’’ ছবির গল্প এক মা ও তার পালিতা কন্যার সম্পর্ককে ঘিরে। রেমার কথায়, ‘‘এই ছবির ইউএসপি কিন্তু গল্প। স্বচ্ছ একটা কাহিনি বলার চেষ্টা করেছি। তার মধ্য দিয়ে কিছু বার্তা দিতে চেয়েছি।’’

Advertisement

ছবির আর এক চমক, এর মিউজ়িক করেছেন জয়ন্ত বসু। ‘‘বাবাকে রাজি করানো খুবই দুষ্কর। নিজের মেয়ে বলছে বলেই হয়তো বাবা রাজি হয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement