প্রযোজক তাঁর সঙ্গে ‘প্যাকেজ ডিল’-এ যেতে চেয়েছিলেন। সে কারণেই পর পর তিনটি ছবির অফার ছাড়তে হয়েছিল। কন্নড় ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়ে এ বার মুখ খুললেন অভিনেত্রী প্রিয়ঙ্কা এম জৈন।
‘গোলি সোডা’ ছবি দিয়ে লাইমলাইটে এসেছেন প্রিয়ঙ্কা। কিন্তু তার আগেও তাঁর কাছে অফার এসেছিল। কিন্তু শুধু অভিনয় নয়, বরং তাঁর কাছে ‘সেক্সুয়াল ফেভার’ চাওয়া হয়েছিল। নায়িকার কথায়, ‘‘কন্ন়ড় ইন্ডাস্ট্রিতে আমি লিড রোলের অফার পেয়েছিলাম। কিন্তু তার জন্য ডিরেক্টর এবং প্রোডিউসারের সঙ্গে কম্প্রোমাইজ করতে হত। আসলে অনেকে ভেবেছিল মুম্বই থেকে এসেছে মেয়েটা। তাই সফট টার্গেট। কোনও রোল পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারে। কিন্তু আমার কিছু প্রিন্সিপাল আছে। যেটা আমি বাবা-মার কাছ থেকে শিখেছি। ফলে পর পর অফার ছেড়ে দিয়েছিলাম ভাল টিম পাওয়ার জন্য। আমি একা নই, অনেক মেয়েকেই কাজের জায়গায় এই সমস্যা ফেস করতে হয়।’’
প্রিয়ঙ্কা জানিয়েছেন, নিউকামারদেরই এই সমস্যায় পরতে হয়। এক বার প্রতিষ্ঠিত হয়ে গেলে আর কেউ কম্প্রোমাইজ করতে বলবেন না। মাত্র ১৮ বছরেই অনেক কঠিন সময় পেরিয়েছেন। তবে কোনও ভাবেই আপোষে রাজি নন।
আরও পড়ুন, ‘কাস্টিং কাউচ’-এর শিকার সুরভিন চাওলা-ও!