Shefali Jariwala Death

‘হাতজোড় করে বলছি...’ শেফালির শেষকৃত্য সেরে কী বললেন স্বামী পরাগ?

শনিবার বিকেলে ওশিয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে শেফালি জারিওয়ালার। অন্ত্যেষ্টি শেষে কী বললেন তাঁর স্বামী পরাগ?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ২১:৫৬
Share:

(বাঁ দিকে) শেফালি জারিওয়ালা। পরাগ ত্যাগী (ডান দিকে) — ফাইল চিত্র।

'দয়া করে আপনারা এ রকম করবেন না।' স্ত্রী শেফালি জারিওয়ালার শেষকৃত্যের পর হাতজোড় করে বললেন স্বামী পরাগ ত্যাগী। চুল উসকো খুশকো। একগাল দাড়ি। শুক্রবার রাত থেকে ঝড় বয়ে গিয়েছে তাঁর জীবনে৷ মাত্র কয়েক ঘণ্টায় বদলে গিয়েছে পরাগের জীবন। শেফালির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর ছবিশিকারিরা প্রতি মিনিটে তাঁকে ধাওয়া করে বেড়াচ্ছেন। স্ত্রীকে শেষ বিদায় জানিয়ে মুখ খুললেন পরাগ। বললেন, "আপনারা দয়া করে এ রকম করবেন না৷ প্রার্থনা করুন আমার পরী যেন শান্তি পায়।"

Advertisement

২৭ জুন মাঝরাতে অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত মায়ানগরী। শনিবার বিকেলে লাল ওড়নায় জড়িয়ে ওশিয়ারা শ্মশানের দিকে শেফালিকে নিয়ে রওনা হন স্বামী পরাগ এবং তাঁর মা। শেষযাত্রায় স্ত্রীয়ের কপালে এঁকে দেন চুমু। শেষ বারের মতো মেয়েকে দেহ আগলে বসেছিলেন শেফালির মা। কেন মৃত্যু হল অভিনেত্রীর? শুক্রবার রাত থেকে এই প্রশ্ন বার বার ঘুরপাক খাচ্ছে সকলের মনে। পুলিশের তরফে সংবাদমাধ্যমকে এ দিন জানানো হয়েছিল, মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। দিনের শেষে পুলিশের তরফে জানানো হল অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্টে ঠিক কী পাওয়া গিয়েছে? পুলিশের তরফে জানানো হয়েছে, সে ভাবে অস্বাভাবিক কিছু মেলেনি রিপোর্টে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement