দীপিকার নতুন ভক্ত! কে তিনি?

সৌন্দর্য বা অভিনয়— দুটোতেই বিগস্ক্রিনে তিনি ফুল মার্কস পেয়েছেন। বলিউড পেরিয়ে এখন হলিউডেও পা রেখেছেন নায়িকা। দেশ-বিদেশে তাঁর ভক্ত বা অনুরাগীর সংখ্যাও কম নয়। তাঁকে ভালবাসেন এমন পুরুষের সংখ্যাও তো কম নয়। তিনি দীপিকা পাড়ুকোন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মে ২০১৬ ১৪:০৫
Share:

সৌন্দর্য বা অভিনয়— দুটোতেই বিগস্ক্রিনে তিনি ফুল মার্কস পেয়েছেন। বলিউড পেরিয়ে এখন হলিউডেও পা রেখেছেন নায়িকা। দেশ-বিদেশে তাঁর ভক্ত বা অনুরাগীর সংখ্যাও কম নয়। তাঁকে ভালবাসেন এমন পুরুষের সংখ্যাও তো কম নয়। তিনি দীপিকা পাড়ুকোন। এ বার তাঁর অনুরাগীর তালিকায় যোগ হল একটি বড় নাম।

Advertisement

জানেন তিনি কে?

আরও পড়ুন, জন্মদিনে দীপিকাকে বিয়ের প্রস্তাব দিলেন রণবীর!

Advertisement

হলিউডের জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট অ্যাডির অ্যাবেরগেল। তিনি দীপিকার ‘মস্তানি’ লুকের প্রেমে পড়ে গিয়েছেন। ‘ট্রিপল এক্স’ ছবিতে দীপিকার হেয়ার স্টাইলের দায়িত্ব অ্যাডির। গত সপ্তাহে নিউ ইয়র্কে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই মহিলা সুন্দরী এবং স্মার্ট। কয়েক সপ্তাহ ধরে ওর সঙ্গে কাজ করে খুব ভাল লাগছে। দীপিকা তুমি সত্যিই ভেতর থেকে সুন্দর।’


অ্যাডির শেয়ার করা ছবি।— ইনস্টাগ্রামের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement