Entertainment News

অনুরাগের মেয়েকে ধর্ষণের হুমকি, অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের

সোমবার এফআইআর দায়ের হওয়ার পর অনুরাগ টুইট করেন, ‘যাই হোক মুম্বই পুলিশ এবং আরও যাঁরা এফআইআর করতে সহায়তা করেছেন, তাঁদের ধন্যবাদ। আপনাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মে ২০১৯ ১৩:৩২
Share:

অনুরাগ কাশ্যপ। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

মেয়েকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দিয়েছিলেন জনৈক বিজেপি সমর্থক। সরাসরি নরেন্দ্র মোদীকে ট্যাগ করে সোশ্যাল ওয়ালেই অভিযোগ জানিয়েছিলেন বলিউড পরিচালক তথা প্রযোজক অনুরাগ কাশ্যপ। ঘটনার তিন দিন পরে ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হল। জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৯ ধারায় এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ধারায় ওই ট্রোলারের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে। মুম্বইয়ের অম্বোলি থানায় গিয়ে অনুরাগ সরাসরি অভিযোগ দায়ের করেছিলেন বলেও খবর।

Advertisement

ওই বিজেপি সমর্থক অনুরাগের মেয়ে আলিয়া কাশ্যপকে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘জয় শ্রী রাম। বাবাকে মুখ বন্ধ রাখতে বল। না হলে…।’ সেই টুইট শেয়ার করে অনুরাগ লিখেছিলেন, ‘নরেন্দ্র স্যার, এই বিপুল জয়ের জন্য আপনাকে অভিনন্দন…।’ দয়া করে বলবেন, আমি আপনার অনুগামী নই বলে, আপনার জয় সেলিব্রেট করতে আপনার এই ধরনের সমর্থক, যারা অকথ্য ভাষায় আমার মেয়েকে আক্রমণ করছে, তাদের কী ভাবে সামলাব?’

সোমবার এফআইআর দায়ের হওয়ার পর অনুরাগ টুইট করেন, ‘যাই হোক মুম্বই পুলিশ এবং আরও যাঁরা এফআইআর করতে সহায়তা করেছেন, তাঁদের ধন্যবাদ। আপনাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। দেবেন্দ্র ফড়নবীশ এবং নরেন্দ্র মোদী স্যারকেও অনেক ধন্যবাদ। বাবা হিসেবে আমি অনেক নিরাপদ বোধ করছি।’

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

তিনি যে নরেন্দ্র মোদীর অনুগামী নন, তা প্রকাশ্যে আগেও বলেছেন অনুরাগ। কিন্তু তার পরিণামে কি মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হবে? টুইট প্রকাশ্যে নিয়ে আসার পরই সোশ্যাল অডিয়েন্সের একটা অংশ এই প্রশ্ন তুলেছিলেন। শেষ পর্যন্ত তাঁর অভিযোগের ভিত্তিতে যে তদন্ত শুরু হতে চলেছে, তাতে খুশি অনুরাগ।

আরও পড়ুন, ‘বাবাকে মুখ বন্ধ রাখতে বল, না হলে…’, অনুরাগের মেয়েকে ধর্ষণের হুমকি!

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement