সিরিয়ালের সেটে আগুন

ফলে হতাহতের কোনও খবর নেই। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, কোনও শর্ট সার্কিট থেকেই আগুন লাগার দুর্ঘটনাটি ঘটেছে।

Advertisement
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৭ ০০:০০
Share:

দুর্ঘটনাগ্রস্ত সিরিয়ালের সেট

আগুনে পুড়ে বিপুল ভাবে ক্ষতিগ্রস্ত হল জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’র সেট।

Advertisement

সূত্রের খবর, বুধবার রাতে শ্যুটিং প্যাক আপ হয়ে যাওয়ার পর আগুন লাগে। ফলে হতাহতের কোনও খবর নেই। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, কোনও শর্ট সার্কিট থেকেই আগুন লাগার দুর্ঘটনাটি ঘটেছে।

প্রযোজক রানা সরকার বলেন, ‘‘সেটটা পুরোটাই প্রায় পুড়ে গিয়েছে। বিরাট টাকার ক্ষতি। কিন্তু সেটের কোনও ইনশিওরেন্স করা ছিল না। ফলে আর্থিক ভাবে একটা বড় ক্ষতি তো বটেই। আমাদের যতটা শ্যুটিং করা ছিল, আশা করি তাতেই আগামী কিছু দিন টেলিকাস্ট করা যাবে। তার পর নতুন সেট তৈরি না হওয়া পর্যন্ত অন্য কোথাও শ্যুট করার ভাবনাচিন্তা চলছে। যা-ই হয়ে যাক না কেন, টেলিকাস্ট তো আর বন্ধ করা
যাবে না।’’

Advertisement

তবে আশ্চর্যের বিষয়, সেটটি প্রায় পুড়ে গেলেও ভিতরে থাকা সমস্ত দেব-দেবীর মূর্তি নাকি একেবারে অক্ষত রয়েছে। এ কথা নিজেই জানিয়েছেন প্রযোজক। রানা আরও জানিয়েছেন, দমকল বেশ দ্রুত কাজ করে বিষয়টি সামলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement