সুলতানের কাঁধে হাত, হাতে গোলাপ, ভি-ডে’তে রিলিজ পোস্টার

আমিরের ‘দঙ্গল’ তো সলমনের ‘সুলতান’! দুই কুস্তিগীর নিয়ে এখন মজে বলিউড। আর ভ্যালেনটাইন’স ডে-তে ‘সুলতানে’র প্রথম পোস্টার রিলিজ হল। নীল ডেনিমে ড্যাশিং সলমনের বাঁ কাঁধে হাত রেখে আকাশি-নীল ট্র্যাক-শ্যুটে কুল লুকের অনুষ্কা শর্মা! ডান হাতে আলতো করে ধরা লাল গোলাপ। এ ছবির নায়িকা। সঙ্গে ক্যাপশন ‘হরিয়ানা কা শের অউর হরিয়ানা কি শান কা ঘনা ইশ্ক হ্যায় টক্কর কা।’ কড়া টক্করের প্রেম উদ্‌যাপন!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৪০
Share:

ছবি: টুইটার।

আমিরের ‘দঙ্গল’ তো সলমনের ‘সুলতান’! দুই কুস্তিগীর নিয়ে এখন মজে বলিউড। আর ভ্যালেনটাইন’স ডে-তে ‘সুলতানে’র প্রথম পোস্টার রিলিজ হল। নীল ডেনিমে ড্যাশিং সলমনের বাঁ কাঁধে হাত রেখে আকাশি-নীল ট্র্যাক-শ্যুটে কুল লুকের অনুষ্কা শর্মা! ডান হাতে আলতো করে ধরা লাল গোলাপ। এ ছবির নায়িকা। সঙ্গে ক্যাপশন ‘হরিয়ানা কা শের অউর হরিয়ানা কি শান কা ঘনা ইশ্ক হ্যায় টক্কর কা।’ কড়া টক্করের প্রেম উদ্‌যাপন!

Advertisement

আরও পড়ুন

অনুষ্কার প্যাঁচে উল্টে গেলেন কুস্তিগীর!

Advertisement

পোস্টার রিলিজের সঙ্গে সঙ্গেই ফ্যানেদের পছন্দের তালিকায় উপরের দিকে উঠে এসেছে ছবির ফ্রেশ লুক। ‘সুলতানে’র নায়িকা বাছাই নিয়ে একপ্রস্ত উত্তেজনার পাহাড় পেরিয়ে অবশেষে ফাইনাল রাউন্ডে বাজিমাত করেছেন অনুষ্কা। কুস্তিগীরের চরিত্রে মানিয়ে নিয়ে ইতিমধ্যেই রীতিমতো ট্রেনিং শুরু করেছেন তিনি। নিজে সে ছবি টুইটও করেছেন নায়িকা। একেবারেই ডিগ্ল্যামারাইজড লুকে অন্য অনুষ্কাকে খুঁজে পাওয়া যাচ্ছে এ ছবিতে। বিরাট কোহলির সঙ্গে বিয়ে নয়, আলি আব্বাস জাফরের ‘সুলতানে’র জন্যই নাকি বিচ্ছেদও ঘটিয়েছেন তিনি। ফলে এ ছবিতে যে জান লড়িয়ে দেবেন, তা আর নতুন কী!

এ বার পোস্টারে এক ঝলক দিয়েই প্রতীক্ষার পারদ চড়ালেন সলমন-অনুষ্কা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement